টোকিও অলিম্পিকে অংশগ্রহণ বিতর্কে বোপান্নার পাশে ভূপতি, ফোন কলের রেকর্ড ঘিরে বিড়ম্বনা

টোকিও অলিম্পিকে অংশগ্রহণ ইস্যুতে সোমবারই অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন টেনিস তারকা রোহন বোপান্না। এই ইস্যু্ত তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দেশের মহিলা টেনিসের আইকন সানিয়া মির্জা। সেই বিতর্কই মঙ্গলবার অন্যমাত্রা নিল যখন তাঁর ও এআইটিএ সচিব অনিল ধুপরের ফোন কল প্রকাশ্যে আনলেন বোপান্না। যদিও পরে সেটি মুছেও ফেলা হয়। বোপান্নার পাশে দাঁড়ালেন দেশের প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি।

রোহন ও অনিলের কথোপকথন

টোকিও অলিম্পিকে অংশগ্রহণ বিতর্ক মোড় নিল যখন অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সচিব অনিল ধুপরের সঙ্গে নিজের ফোন কল রেকর্ড প্রকাশ্যে এনেছেন রোহন বোপান্না। সেই কথোকথনের সঙ্গে বাস্তবতার কোনও মিল পাওয়া যাচ্ছে না। কারণ ওই কলে সুমিত নাগালের সঙ্গে রোহন বোপান্নার টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত বলে বলতে শোনা গিয়েছে এআইটিএ সচিবকে। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন তাঁর মনোনয়ন গ্রহণ করেছে বলেও বোপান্নাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধুপর। সেই ফোন কলের রেকর্ডটি টুইট করে অ্যাসোসিয়েশন সচিবকে মিথ্যাবাদী বলে আক্রমণ করেন ভারতীয় টেনিস তারকা। যদিও পরে সেই টুইট কোনও কারণে মুছেও ফেলা হয়। এই ফোন কলের সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া নিউজ পোটাল।

সরব মহেশ ভূপতি

অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আগেও নানা ইস্যুতে সরব হওয়া প্রাক্তন ভারতীয় তারকা মহেশ ভূপতিও সাম্প্রতিক ইস্যুতে সরব হয়েছেন। টোকিও অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে রোহন বোপান্নার পাশেই দাঁড়িয়েছেন ভূপতি। বলেছেন যে ২০১৬ সালের অলিম্পিকে দেশকে পদক জয়ীর কাছাকাছি পৌঁছে দেওয়া খেলোয়াড়ের সঙ্গে বঞ্চনা দুর্ভাগ্যজনক। ভূপতি টুইট রিপোস্ট করে বোপান্না লিখেছেন ৫০ বছরেও পরিস্থিতির পরিবর্তন হল না।

টোকিও অলিম্পিকে বঞ্চিত বোপান্না

টোকিও অলিম্পিক থেকে বেশ কয়েকজন টেনিস খেলোয়াড় নাম প্রত্যাহার করায় ভারতের সুমিত নাগাল তাতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। সে সুযোগ পেতে পাওয়ার কথা ছিল রোহন বোপান্নারও। শেষ মুহূর্তে সুমিতের সঙ্গে ডাবলসে নামার সুযোগ চলে আসতে পারত বোপান্নার কাছে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের গাফিলতিতেই তা সম্ভব হয়নি বলে অভিযোগ তুলেছেন রোহন। এআইটিএফের তরফে জানানো হয়েছিল, দ্বিভিজ শরণের পরিবর্তে সুমিত নাগালের সঙ্গে বোপান্না যাতে অলিম্পিকে নামতে পারেন সেজন্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে সব কিছু জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ওই দাবির সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন বোপান্না।

বোপান্নার পাশে সানিয়া

অলিম্পিকে অংশ নিতে ইতিমধ্যে টোকিও পৌঁছে যাওয়া সানিয়া মির্জা এই ইস্যুতে রোহন বোপান্নার পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, এমন ঘটনা ঘটে থাকলে তা হাস্যকর ও লজ্জাজনক। বোপান্না থাকলে ভারত মিক্সড ডবলস থেকে পদক জিতলেও জিততে পারতেন বলে জানিয়েছিলেন সানিয়া।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Rohan Bopanna release an audio recording between him and Anil Dhar on Tokyo Olympics qualification