টোকিওয় সিন্ধু-প্রণীতের নিবিড় অনুশীলন, মনপ্রীত-রানীর আবেগঘন চিঠিতে মাখল সোশ্যাল মিডিয়া

আর কয়েকদিনের মধ্যেই টোকিও অলিম্পিকে স্বমহিমায় যুদ্ধে নামতে দেখা যাবে পিভি সিন্ধুকে। তার আগে নিবিড় অনুশীলনে মগ্ন দেশের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। সাই প্রণীতের সঙ্গে তাঁর অনুশীলন ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। অন্যদিকে অলিম্পিক অভিযান শুরু করার আগে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন চিঠি লিখে নেটিজেনদের মন জয় করলেন ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলের অধিনায়ক যথাক্রমে মনপ্রীত সিং ও রানী রামপাল।

সিন্ধু-প্রণীতের নিবিড় অনুশীলন

টোকিওর মূল শহর থেকে খানিকটা দূরে চোফুর মুসাশিনো ফরেস্ট স্পোর্টস প্লাজায় ব্যাডমিন্টন ইভেন্টে অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটরা। সে উপলক্ষ্যে তাঁদের প্রস্তুতি চলছে জোরকদমে। উক্ত স্টেডিয়ামেই অনুশীলন ম্যাচ খেলতে দেখা গেল ভারতের পদক জয়ের অন্যতম আশা পিভি সিন্ধু ও সাই প্রণীতকে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই মিডিয়ার তরফে ওই ম্যাচের সামান্য অংশের ভিডিও পোস্ট করা হয়েছে। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ব্যাডমিন্টন ইভেন্ট শুরু কবে থেকে

আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্ট। সেদিনই সিঙ্গলস বিভাগে লড়াইয়ে নামছেন ভারতের সাই প্রণীত। একই দিনে ডবলসে প্রতিদ্বন্দ্বিতায় নামবে ভারতের চিরাগ শেঠী ও স্বাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি। ২৫ জুলাই যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডে ইসরায়েলের পলিকারপোভা কেসনিয়ার বিরুদ্ধে খেলবেন ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার।

হকি দলের অধিনায়কের চিঠি

আগামী ২৫ জুলাই থেকেই শুরু হয়ে যাচ্ছে টোকিও অলিম্পিকের হকি ইভেন্ট। সেদিনই পুল এ-র ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতের পুরুষ হকি দল। দেশের মহিলা হকি দলের অলিম্পিক অভিযান শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। পুল এ-র ম্যাচে জার্মানির মুখোমুখি হতে চলেছে ওমেন ইন ব্লুরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় ফ্যানদের উদ্দেশে আবেগঘন চিঠি লিখেছেন দুই দলের অধিনায়ক মনপ্রীত সিং ও রানী রামপাল। অলিম্পিকে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। দেশবাসীর কাছ থেকে পূর্ণ সমর্থনও চেয়েছেন দুই দলের অধিনায়ক।

অনুশীলনে তিরন্দাজরা

টোকিও অলিম্পিকের মূলপর্বে নামার আগে জোরকদমে অনুশীলন চলছে ভারতীয় তিরন্দাজদের। অতনু দাস, দীপিকা কুমারীদের অনুশীলনের দ্বিতীয় দিনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেশের পদক জয়ের অন্যতম আশা তিরন্দাজকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

টোকিওয় ভবানী দেবী

দেশের প্রথম ফেন্সার হিসেবে অলিম্পিকে খেলার ছাড়পত্র পাওয়া সিএ ভবানী দেবী টোকিও পৌঁছে গিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সাই মিডিয়া। অন্যদিকে অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় সাঁতারুরাও। ভারতের হয়ে প্রথমবার অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে অংশ নিতে চলা মানা প্যাটেল, সজন প্রকাশরা ইতিহাস রচনা করেছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
PV Sindhu practicing with Sai Praneeth, Indian hockey team captain written note