ব্লু অরিজিন ও বেজোস
বেজোসের মহাকাশে ভ্রমণের শখ বহুদিনের। শখপূরণের জন্যই নিজের সংস্থা 'ব্লু অরিজিন'এ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন জেফ। এই সংস্থার তরফেই মহাকাশে প্রথম ব্যক্তি হিসেবে ছুটি কাটাতে যাচ্ছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম টেক্সাস থেকে মাত্র ১১ মিনিটে কারমান লাইন ছুঁয়ে ফিরে আসবে জেফের মহাকাশযান।
জেফের আগে মহাকাশে গিয়েছিলেন রিচার্ড গ্যানসন
তবে, এমনটা নয় যে মহাকাশে ভ্রমনকারী ব্যক্তি হিসেবে জেফই প্রথম। এর আগে ভার্জিন গ্যালাক্টিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ১১ জুলাই মহাকাশ ভ্রমণ করে এসেছেন৷ অনেকেই মনে করেন, ধনকুবেরদের এই লড়াইতে অল্প মার্জিনে হলেও জেফকে টেক্কা দিয়েছেন রিচার্ড। তবে জেফের ধারণা অবশ্য একেবারেই আলাদা। তাঁর কথায়, 'এটা কোনও প্রতিযোগিতাই নয়৷ এটা শুধুই মহাকাশ অবধি একটি যাত্রাপথ তৈরি করার এক প্রচেষ্টামাত্র। যাতে আমাদের ভবিষ্যত প্রজন্ম নানাবিধ অসাধারণ কিছু কাজ করতে পারে মহাকাশে।'
মহাকাশে ভাসমান বাড়ি!
২০০০ সালে মহাকাশে ভাসমান আবাসন নির্মাণের লক্ষ নিয়ে 'ব্লু অরিজিন' এর প্রতিষ্ঠা করেছিলেন বেজোস৷ সেই লক্ষ্যের দিকেই ধীরে ধীরে পা ফেলছে সংস্থাটি৷ তারা নিউ গ্লেন নামক একটি মহাকাশযান এবং নাসার সঙ্গে যোগাযোগ করে চন্দ্র অভিযানের জন্য একটি মুন ল্যান্ডার তৈরি করছে। সংস্থাটির সিইও বব স্মিথ রবিবার বলেন, 'আমরা ধীরে ধীরে শিখছি কীভাবে মহাকাশযানগুলিকে আরও সুরক্ষিত বানানো যায়। আমরা আমাদের প্রিয়জনকে মহাকাশে পাঠাতে চাই, তাঁদের সুরক্ষার দায়িত্ব আমাদেরই।'