সিধুর মুখ দেখবেন না ক্যাপ্টেন! যদি না..., শর্ত দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা

কংগ্রেস হাইকম্যান্ড নবজোৎ সিং সিধুকে পঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসাবে নিযুক্ত করে বিতর্কে জল ঢালতে চেয়েছিলেন, নিবৃত্তি ঘটাতে চেয়েছিলেন কোন্দলের। কিন্তু সিধু ও মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মধ্যে তীব্র কোন্দলের নিষ্পত্তি ঘটল না তবুও। মুখ দেখাদেখি বন্ধ সভাপতি ও মুখ্যমন্ত্রীর। সিধু জনসমক্ষে ক্ষমা না চাওয়া পর্যন্ত সাক্ষাৎ করবেন না ক্যাপ্টেন।

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের র তরফে তাঁর মিডিয়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি তাঁর অপমানের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিধুর সঙ্গে দেখা করবেন না। এক টুইট বার্তায় ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা রবীন থুকরাল তা জানিয়েছেন। উল্লেখ্য, নব্যজোৎ সিং সিধু মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছেন।

তিনি আরও জানান, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের অবস্থানের কোনও পরিবর্তন নেই। মুখ্যমন্ত্রী নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে দেখা করবেন না, যতক্ষণ না তিনি তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে অবমাননাকর আক্রমণ করার জন্য প্রকাশ্যে ক্ষমা না চান।" আগের দিন পঞ্জাবের মন্ত্রী ব্রহ্ম মহিন্দ্রা মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে তাঁর সমস্যাগুলি সমাধান না করা পর্যন্ত নবজ্যোৎ সিং সিধুর সাথে কোনও সাক্ষাৎ করবেন না

এক বিবৃতিতে মহীন্দ্র বলেন, সিধুকে রাজ্য কংগ্রেসের প্রধান হিসাবে নিয়োগের বিষয়ে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত স্বাগত। তবে, যতক্ষণ না তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাঁর সঙ্গে সমস্যার সমাধান না করেন, আমি নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে দেখা করব না। মহিন্দ্রা বলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস লেজিসলেটিভ পার্টির নেতা এবং তাঁকে অনুসরণ করা তাঁর কর্তব্য।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More PUNJAB News  

Read more about:
English summary
Punjab CM's media advisor says Captain Amarinder Singh won't meet Sidhu unless publicly apologizes.
Story first published: Tuesday, July 20, 2021, 23:18 [IST]