বৃষ্টিতে ভেস্তে যাওয়া তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ঝড় তুললেন সুদর্শন

বৃষ্টিতেই ভেস্তে গেল করোনা ভাইরাসের আবহে শুরু হওয়া এ মরসুমের তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। তবু সেই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন সাই সুদর্শন। লাইকা কোভাই কিংসের জার্সিতে সালেম স্পার্টানসের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং নজর কেড়েছে। তবে ম্যাচ শেষ না হওয়ার আক্ষেপ থেকেই যাচ্ছে ক্রিকেট প্রেমীদের।

বৃষ্টিতে ভেস্তে যাওয়া তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ঝড় তুললেন সুদর্শন

সোমবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হয় এ মরসুমের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সালেম স্পার্টানস। সেই সিদ্ধান্তকে ভুল বলে প্রমাণ করেন লাইকা কোভাই কিংসের দুই ওপেনার। ঝড়ের গতিতে জুটিতে ৩৮ রান তোলেন তাঁরা। ২০ বলে ৩৩ রান করে আউট হন গঙ্গা শ্রীধর রাজু। ৩৩ রান করেন দলের দ্বিতীয় ওপেনার আর কেভিনও।

তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে খেলতে থাকেন সাই সুদর্শন। ৪৩ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। আটটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁক ব্যাট থেকে। মাত্র ১ রান করে আউট হন আইপিএল কাঁপানো শাহরুখ খান। তিনি লাইকা কোভাই কিংসের অধিনায়কও বটে। ব্যাটিং দল ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলতেই শুরু হয় তুমুল বৃষ্টি। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় খেলা। সালেম স্পার্টানসের হয়ে ২ উইকেট নেন গনেশন পেরিয়াস্বামী। একটি করে উইকেট নেন বিজয় শংকর ও এম গনেশ মূর্তি।

আজ চিপকে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিপক সুপার গিলিসের মুখোমুখি হবে আইড্রিম তিরুপুর। ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CRICKET News  

Read more about:
English summary
Sai Sudarshan comes in limelight on first match of Tamil Nadu Premier League
Story first published: Tuesday, July 20, 2021, 11:26 [IST]