ভবানী ভবনে বিক্ষোভ
পুলিশের চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল ভবানী ভবন। কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। ইতিমধ্যে বেশ কয়েকজনের হাতে অ্যাপয়েন্টমেন্টের চিঠিও চলে এসেছে। অভিযোগ এরপরেও চাকরিতে যোগ দিতে পারছেন না। শুধু তাই নয়, কনস্টেবল পদে প্রায় ৯ হাজার জনের নিয়োগের কথা ছিল। সেখান থেকে মাত্র কয়েকজন চাকরি ঢুকলেও বাকিদের এখনো সবুজ সঙ্কেত মিলছে না। আর এই অভিযোগেই এদিন ভবানী ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। প্রায় কয়েক হাজার চাকরিপ্রার্থী এদিন বিক্ষোভে সামিল হন। রনক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
ভুয়ো ভ্যাকসিন-কান্ডের প্রতিবাদে
দেবাঞ্জন-কাণ্ডের পর থেকে ভুয়ো ভ্যাকসিন নিয়ে সরকারের উপর চাপ বাড়াতে চলেছে বিজেপি। ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টেও মামলা করা হয়। মূলত সিবিআই চেয়েই এই মামলা করা হয়। যদিও তা খারিজ করে রাজ্যে পুলিশের তদন্তে আস্থা রেখেছে আদালত। কার্যত এরপরেই কি আন্দোলনের রণকৌশল বদলে ফেলল বিজেপি? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বিজেপির বিক্ষোভে উত্তাল হল কলকাতা। মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে হঠাত করেই বিক্ষোভ-প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা। বাইরে বেরিয়ে আসেন ডিসি সাইথ নিজে। মূলত ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মুল অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলে। এই বিক্ষোভের ফলে তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিধি নিষেধকে তোয়াক্কা না করেই বিক্ষোভ
চতুর্থ পর্যায়ে ফের বিধি নিষেধ বাড়ানো হয়েছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই বিধি নিষেধ কার্যকর করা হয়েছে। কার্যত সেই বিধি নিষেধকে উপেক্ষা করে এই বিক্ষোভ চলে দুই প্রান্তে। যদিও পুলিশের তরফে বারবার আন্দোলনকারীদের উঠে যাওয়ার কথা বলা হলেও তা হয়নি।