|
সানিয়াদের টোকিও রওনা
গত শনিবার ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল নয়াদিল্লি ছাড়ে। রবিবার সকালে টোকিও পৌঁছন পিভি সিন্ধু, দীপিকা কুমারী, মেরি কমরা। অন্যদিকে গত শনিবারই ক্রোয়েশিয়া থেকে টোকিওর গেমস ভিলেজে পৌঁছে যান ভারতীয় শুটাররা। জাপানে ভারতীয় অ্যাথলিটদের আরও সংখ্যা বৃদ্ধির খবর পাওয়া গেল সোমবার। এদিন নয়াদিল্লি থেকে টোকিওগামী বিমান ধরলেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। দুই ভারতীয় টেনিস তারকাকে বিমানবন্দরে জাতীয় পতাকা দিয়ে বিদায় সম্ভাষণ জানানো হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
|
অনুশীলনে অতনু-দীপিকা
রবিবার ৫৪ জন অ্যাথলিটের যে দল ভারত থেকে টোকিও পৌঁছেছে, তার মধ্যে সামিল রয়েছেন তিরন্দাজরা। যাঁদের থেকে এবার পদক আশা করছে দেশের ক্রীড়া মহল। প্যারিস বিশ্বকাপে তিনটি সোনা জিতে বিশ্ব ক্রমতালিকার শীর্ষ স্থানে পৌঁছে যা্ওয়া ভারতের দীপিকা কুমারী সোমবারই অনুশীলনে নেমে পড়লেন। সঙ্গী হিসেবে পেলেন স্বামী তথা সতীর্থ অতনু দাসকে। তাঁদের অনুশীলনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে অলিম্পিক। সেদিনই শুরু হচ্ছে দীপিকা কুমারী, অতনু দাসদের। মহিলা ও পুরুষদের ব্যক্তিগত ও র্যাঙ্কিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে ভারতীয় তিরন্দাজদের।
|
টেবিল টেনিস
আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকের টেবিল টেনিস ইভেন্টে। সে উপলক্ষ্যে প্রস্তুতি নেমে পড়লেন ভারতীয় তারকারা। টোকিওর নাকানো ট্রেনিং এরিনা অনুশীলন চলছে অচন্তা শরথ কমল, মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়দের। সেই ইন্ডোর স্টেডিয়ামের ছবি পোস্ট করা টোকিও অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করতে চলা আরও এক টেবিল টেনিস তারকা জি সাথিয়ান।
|
বক্সিং
টোকিও গেমসের বক্সিং ইভেন্ট শুরু হচ্ছে আগামী ২৪ জুলাই থেকে। তাই আর এক মুহুর্তের জন্য দেরি না করে অনুশীলনে নেমে পড়লেন ভারতীয় বক্সাররা। কিংবদন্তি মেরি কমের প্র্র্যাকটিস স্যুট পরে বসে প্রাতঃরাশ করার ছবি ভাইরাল হয়েছে। দেশকে পদকের আশা দেখানো বক্সার অমিত পানঘালও শুরু করে দিলেন নিজের অনুশীলেন। তাঁর ভিডিও ভাইরাল হয়েছে।