পুরনো পদ্ধতিতেই ভর্তি
কিন্তু পুরো পরিকল্পনাতেই চল ঢেলে দেয় করোনা। তার জেরে চলতি শিক্ষাবর্ষে আগের বছরের পুরনো নিয়মেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। নয়া প্রবেশিকা পরীক্ষা শুরু হবে ২০২২-২৩ শিক্ষা বর্ষ থেকে। এদিকে করোনার জেরেই ইতিমধ্যেই একাধিক রাজ্যে বোর্ড পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল হচ্ছে কলেজে কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষাও।
প্রবেশিকা নিয়ে টানাপোড়েন
এমনকী রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে নিজস্ব প্রবেশিকা নিয়েও চলছে জোরদার টানাপোড়েন। অথৈ জলে শিক্ষার্থীরা। এমতাবস্থায় রবিবার রাতেই নতুন সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে আগামী বছর এই পরীক্ষা হলে তার আয়োজনের দায়িত্ব থাকতে পারে ন্যাশান্যাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। যদিও এখনও বেশ কিছু কিছু নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কমন এন্ট্রান্স টেস্ট বা সিইউসিইটি-র মাধ্যমে ছাত্র ভর্তি নিয়ে থাকে।
কী বললেন উচ্চ শিক্ষা সচিব
এই প্রসঙ্গে উচ্চশিক্ষা সচিব অমিত খারে বলেন, সমস্ত ভর্তি প্রক্রিয়া আগের বছরগুলির মতোই হবে। যারা আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কমন এন্ট্রান্স টেস্ট বা সিইউসিইটি ব্যবহার করেছেন তারা সেই পদ্ধতিই ব্যবহার করবেন। যারা তাদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করেছেন তারা তা চালিয়ে যাবেন। যারা সরাসরি বোর্ডের নম্বরের ভিত্তিতে ভর্তি নেন তারা এখনও সেই প্রক্রিয়াই ব্যবহার করতে পারবেন।"
মার্চেই প্রথম ঘোষণা
একদিকে এনটিএ-র মাধ্যমে সর্বভারতীয় প্রবেশিকার কথা শোনা যায় মার্চে। সিইউসিইটি-র মাধ্যমেই ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করার কথাও জানানো হয়। এমনকী সেই প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়েও গিয়েছিল বলে খবর। কিন্তু মাঝ রাস্তায় তাতে কাঁটা হয়ে দাঁড়ায় করোনা। এদিকে দ্বিতীয় ঢেউয়ের রেশ থিতু হওয়ার আগেই ইতিমধ্যেই ভারতে মাথাচাড়া দিতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আ তাতেই নতুন করে উদ্বেগ বাড়ছে গোটা দেশজুড়েই।