অভিযোগ ও কংগ্রেসের দাবি
প্রসঙ্গত ইজরায়েলি ম্যালওয়ার পেগাসাসকে ব্যবহার করে ভারতের একাধিক রাজনীতিবিদ ও সাংবাদিকদের ওপর নজর রাখা হয়েছে বলে বিশ্বের ১৭ টি মিডিয়ার কনসর্টিয়াম অভিযোগ এনেছে। এমন অভিযোগ রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। পেগাসাস ম্যালওয়ারের দ্বারা ফোন হ্যাকিং এর চরম অভিযোগ ঘিরে এদিন উত্তাল হয় সংসদ। সেখানে কংগ্রেস প্রশ্ন তোলে এই অভিযোগ ঘিরে। দাবি করে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্তের। প্রসঙ্গত, ৩০০ টি ভেরিফায়েড মোবাইল নম্বর যারমধ্যে ২ জন মন্ত্রীর নম্বর রয়েছে, ৪০ জন সাংবাদিকের ফোন নম্বর হ্যাকিংয়ের অভিযোগ করা হয়েছে এদিন।
নস্যাৎ করেন রবিশঙ্কর প্রসাদ
এদিকে, প্রাক্তন আইটি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ এদিন নস্যাৎ করে দেন। তিনি সাফ জানান, বিজেপি কড়া ভাষায় নিন্দা করছে এমন ভিত্তিহীন অভিযোগের। কংগ্রেসকে তির বিঁধে রবিশঙ্কর বলেন, ৫০ বছরের বেশি যে দল ভারতে শাসন করেছে, তাদের মুখে একথা মানায় না।
দিনের শেষে ময়দানে অমিত শাহ
পেগাসাস প্রজেক্ট রিপোর্ট 'লিক' ইস্যুতে অমিত শাহ জানিয়ে দেন যে, এই 'ফাঁস' হওয়ার ঘটনা বুঝতে গেলে কিছু ঘটনা পরম্পরা বুঝতে হবে। তিনি জানান, এটি হল বিঘ্নসৃষ্টিকারীদের জন্য বিভেদ সৃষ্টিকারীদের তৈরি প্রতিবেদন। বিভেদকারী তাঁরাই যাঁরা চাননা ভারতের উন্নতি হোক।আর বিঘ্নকারী হলেন ভারতের রাজনৈতিক খেলোয়াড়রা। যাঁরা চাননা ভারত এগিয়ে যাক।
'আপ ক্রোনোলজি সমঝিয়ে'
অমিত শাহ জানান, যে কালপঞ্জি মেনে এই পেগাসাস প্রজেক্ট লিক সামনে এসেছে তার যোগসাজন বোঝাার ক্ষেত্রে ভারত সমর্থ। এই প্রসঙ্গে অমিত শাহ নিজেই জানান 'আপ ক্রোনোলজি সমঝিয়ে' বাক্যটি তাঁর সঙ্গে বহুদিনের সম্পর্কিত মজার ছলে। তবে এদিন তিনি এই বিষয়ে সচেতনভাবেই বক্তব্য রাখছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান যে কোনও ষড়যন্ত্রই ভারতের উন্নতিকে টলাতে পারবে না।