আসছে কি আরও এক মহামারী? ড্রাগনের দেশে নতুন ভাইরাসে মৃত্যুতে প্রমাদ গুণছে গোটা বিশ্ব

চিন থেকে ছড়ানো করোনা ভাইরাসের কোপে কাঁপছে গোটা বিশ্ব। থমকে গিয়েছে জনজীবন। এরই মধ্যে আবারও ক নতুন ভাইরাসের সন্ধান মিলেছে। তাতে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। তাতেই নতুন করে প্রমাদ গুণতে শুরু করেছে গোটা বিশ্ব। ভাইরাসটিক নাম মাঙ্কি বি ভাইরাস।

চিনে নতুন ভাইরাসের আতঙ্ক

করোনা ভাইরাসের সংক্রমণের পর চিনে আরও এক নতুন ভাইরাস দেখা িদয়েছে। মাঙ্কি বি ভাইরাস। মূলত বাঁদরের শরীরেই এই ভাইরাসের দেখা মেলে। কিন্তু মাঙ্কি বি ভাইরাসে এই প্রথম কোনও মানুষের মৃত্যুর খবর মিলেছে। তাতেই নতুন করে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। তাহলে কী ফের নতুন এক মহামামারী আসছে পৃথিবীতে।

কী এই মাঙ্কি-বি ভাইরাস

যদিও পৃথিবীতে এই ভাইরাসের অস্তিত্ব প্রথম নয়। এর আগে ১৯৩৩ সালে প্রথম মাঙ্কি ভাইরাসের সন্ধান মিলেেছ। গবেষণাগারে কর্মরত এক গবেষককে কামড়ে দিয়েছিল পরীক্ষাগারের বাঁদর। সেখান থেকে তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল এই ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে ২ ডজন লোকের মৃত্যু হয়েছে এই ভাইরাসের সংক্রমণে। তার মধ্যে গত ১২ বছরে চার পাঁচজন মারা গিয়েছেন এই ভাইরাসের সংক্রমণে। যাঁরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা মূলত বাদরের কামড়ে এবং আঁচরের কারণে সংক্রমিত হয়েছেন।

কতটা ভয়ঙ্কর এই রোগ

এই ভাইরাসে কোনও ব্যক্তি সংক্রমিত হলে উপসর্গ ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে দেখা দেয়। প্রথামিক উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, গায়ে ব্যাথা, পেশীতে যন্ত্রণা , মাথাব্যাথা। এই ভাইরাসের আক্রান্ত হলে মৃত্যু হতে পারে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষের। মানুষের স্নায়ুতন্ত্রকে অকেজ করে দেয় এই ভাইরাস। যার জেরে মৃত্যু অবশ্যম্ভাবী আকার নেয়।

আতঙ্কে বিশ্ব

এই চিন থেকেই ছড়িয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। গোটা বিশ্ব ছড়িয়ে পড়েছিল সেই ভাইরাসের সংক্রমণ। তার রেশ এখনও কাটেনি। একের পর এক ধাক্কা আসছে। প্রথম ওয়েভের পর সেকেন্ড ওয়েভ। এবার থার্ড ওয়েভের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। তার মধ্যে আবার মাঙ্কি বি ভাইরাসের সংক্রমণে মৃত্যু আতঙ্ক বাড়িয়েছে। নতুন কোনও মহামারীর ইঙ্গিত নিয়ে হাজির হল না তো এই ভাইরাস সেই আতঙ্কে কাঁপতে শুরু করেছে গোটা বিশ্ব।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More VIRUS News  

Read more about:
English summary
Monkey B Virus death found in China world worried about new deasese