এশিয়ান গেমসে বিতর্ক
২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসে ৭০টি পদক জিতেছিল ভারত। তার মধ্যে ১৬টি সোনার পদক অন্তর্ভূক্ত। সেই সাফল্যের আবহেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। গেমস ভিলেজের ভারতীয় খাবারের অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অচন্তা শরথ কমল থেকে অন্যান্য অ্যাথলিটরা। সেই বিতর্ক টোকিও অলিম্পিকে যে হওয়ার কোনও সুযোগ নেই, তা নিশ্চিত।
টোকিও অলিম্পিকে খাবারের তালিকা
জাপানের টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের জন্য বিবিধ খাবারের আয়োজন করা হয়েছে। গেমসে ভিলেজের তদারকিকে থাকা ভারতের ডেপুটি Chef-de-mission ড. প্রেম ভার্মা জানিয়েছেন টোকিওয় খাবারের মান অসাধারণ। চাইনিজ এবং ইউরোপীয়ান খাবারের পাশাপাশি ভারতীয় খাদ্যের তালিকাও লম্বা বলে জানানো হয়েছে। সেই তালিকায় একদিকে যেমন সামিল রয়েছে ছোলে ভাতুরে, বাটার-প্লেন নান, পরোটা, বাটার চিকেন, শাহী পনির, অন্যদিকে ভেন্ডির ঝোল, বাসমতি-জ্যাসমিন রাইস, বিরিয়ানি, আলু সিদ্ধ ভারাতীয় অ্যাথলিটদের খাদ্য তালিকাক আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রোটিন সম্বৃদ্ধ খাবার ভারতীয় অ্যাথলিটদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন ড. প্রেম ভার্মা।
|
মেরি কমের টুইট
অলিম্পিকে অংশ নিতে রবিবারই টোকিও পৌঁছে গিয়েছে ভারতীয় অ্যাথলিটদের প্রথম দল। গেমস ভিলেজে পৌঁছে গিয়েছেন ভারতীয় শুটাররাও। ইতিমধ্যে শুরু হয়েছে তাঁদের অনুশীলন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এক ফিল গুড ছবি পোস্ট করে নেটিজেনদের মন জয় করেছেন কিংবদন্তি মেরি কম। যেখানে ভারতীয় বক্সারকে প্রাতঃরাশ শুরু করার আগে প্রার্থনায় বসতে দেখা গিয়েছে। মেরির খাবারের প্লেটে ফল এবং হেলথ ড্রিকংসের উপস্থিতি দেখা যাচ্ছে।
শুরু হচ্ছে অলিম্পিক
করোনা ভাইরাসের আবহে আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক। টোকিওয় গেমসের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে চরমে। গেমসের শুরুর দিকের ইভেন্টগুলিতে অংশ নেবেন দেশের পদক জয়ের আশা পিভি সিন্ধু, মেরি কম, অমিত পানঘাল, দীপিকা কুমারী, অতনু দাস, সৌরভ চৌধুরী, মনু ভাকেররা। যুদ্ধে নামবেন অচন্তা শরথ কমল, মনিকা বাত্রা, সুতীর্থা মুখোপাধ্যায়রা। টেনিস ইভেন্ট থেকেও অলিম্পিকে পদক আশা করছ দেশ।