উত্তরকাশীতে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি! মৃত্যু ৩ জনের, নিখোঁজ ৪

উত্তরখণ্ডের উত্তরকাশীর মাণ্ড গ্রামে মেঘভাঙা (cloud burst) বৃষ্টি। যার জেরে একই পরিবারের তিনজনের মৃত্যুর (death) খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪ জন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে এসডিআরএফ (sdrf) টিম।

ঘটনার বর্ণনা এসডিআরএফ-এর

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে উত্তরকাশীতে থাকা দলের দায়িত্বপ্রাপ্ত প্রধান জগদম্বা প্রসাদ বলেছেন, মাণ্ড গ্রামে মাঘভাঙা বৃষ্টির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারজন এখনও নিখোঁজ।

প্রাণ হারিয়েছেন যাঁরা

সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন,. তাঁদের মধ্যে রয়েছেন ৪২ ও ৩৮ বছরের দুই মহিলা মাধুরী এবং ঋতু। আধিকারিকরা আরও জানিয়েছেন, ছয়বছরের একটি শিশুও এই ঘটনায় মারা গিয়েছে।

এলাকার পরিস্থিতি ভয়াবহ

এসডিআরএফ-এর তরফে বলা হয়েছে, রাজ্যে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। কিন্তু এদিন মেঘভাঙা বৃষ্টির পরে উত্তরকাশীর মাণ্ডগ্রামের বহু বাড়ির কাদামাটির তলায় চলে গিয়েছে।

অতিভারী বৃষ্টির পূর্বাভস দিয়েছিল হাওয়া অফিস

এর আগে আবহাওয়া দফতরের তরফ থেকে উপগ্রহ চিত্রের উল্লেখ করে পশ্চিম হিমালয় অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে, জম্মু ডিভিশন, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, সংলগ্ন পশ্চিম রাজস্থান, দক্ষিণ হরিয়ানায়। এছাড়াও ২১ জুলাই নাগাদও এইসব জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More UTTARAKHAND News  

Read more about:
English summary
Cloud burst incident in Uttarakhand's Uttarkashi kills atleast three and four are missing
Story first published: Monday, July 19, 2021, 12:11 [IST]