অলিম্পিকে নিশ্চিত পদক নষ্ট! বোপান্নার বিস্ফোরণে কাঠগড়ায় এআইটিএ, স্তম্ভিত সানিয়া

অলিম্পিকে অংশ নিতে আজই টোকিও পৌঁছেছেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। এরই মধ্যে ভারতীয় টেনিসে বিস্ফোরণ ঘটালেন রোহন বোপান্না। তাঁর অভিযোগ, ভারতের টেনিসের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এআইটিএ-র গাফিলতির কারণেই তাঁর অলিম্পিকে অংশ নেওয়া হল না। এমনকী খেলোয়াড়, সরকার, মিডিয়া-সহ সকলকে বিভ্রান্ত করার বিস্ফোরক অভিযোগও এনেছেন রোহন।

বঞ্চিত বোপান্না

টোকিও অলিম্পিক থেকে বেশ কয়েকজন টেনিস খেলোয়াড় নাম প্রত্যাহার করায় সুমিত নাগাল, ইউকি ভামব্রি যেমন সিঙ্গলসে অপ্রত্যাশিতভাবে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, তেমনটা হতে পারত রোহন বোপান্নার সঙ্গেও। ইউকি চোট থাকায় অলিম্পিকে যেতে না পারলেও সুমিত ভারতের একমাত্র পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকে নামবেন। কম্বাইন্ড ব্যৃাঙ্কিং পর্যাপ্ত না থাকায় রোহন বোপান্না ও দ্বিভিজ শরণের জুটি অলিম্পিক ডাবলসে নামার ছাড়পত্র পায়নি। কিন্তু শেষ মুহূর্তে নাগালের সঙ্গে ডাবলসে নামার সুযোগ চলে আসতে পারত বোপান্নার কাছে। তবে এআইটিএ-র গাফিলতিতেই তা হয়নি বলে বিস্ফোরক অভিযোগ করেছেন বোপান্না।

বিস্ফোরক বোপান্না

ভারতীয় টেনিস সংস্থা বা এআইটিএ-র তরফে দাবি করা হয়েছিল দ্বিভিজ শরণের পরিবর্তে সুমিত নাগালের সঙ্গে বোপান্না যাতে অলিম্পিকে নামতে পারেন সেজন্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে সব কিছু জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। যদিও বোপান্নার দাবি, এআইটিএ-র দাবির সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। আইটিএফ সুমিত ও তাঁর জুটি বেঁধে অলিম্পিক টেনিসে ডাবলসে নামার বিষয়টিতে সবুজ সঙ্কেত দেওয়ার প্রয়োজনই বোধ করেনি। কেন না, ২২ জুনের ডেডলাইন পেরিয়ে গিয়েছিল। চোট বা অসুস্থতা ছাড়া কোনও পরিবর্তন সম্ভব নয় বলেই জানিয়ে দেন আইটিএফ। ফলে আমাদের সুযোগ রয়েছে বলে লাগাতার সরকার, খেলোয়াড়, মিডিয়া ও সকলকে বিভ্রান্ত করে গিয়েছে এআইটিএ।

তাল ঠুকলেন সানিয়া

বোপান্নার টুইট দেখে সানিয়া মির্জা আকাশ থেকে পড়েছেন। তিনি টুইটে লিখেছেন, এটা হয়ে থাকলে তা হাস্যকর ও লজ্জাজনক। তাঁকেও জানানো হয়েছিল সুমিতের সঙ্গে বোপান্নার নাম পাঠানো হয়েছে। সানিয়ার তোপ, মিক্সড ডাবলস নিয়ে বোপান্নার সঙ্গে পদক জয়ের ব্যাপারে যে পরিকল্পনা তিনি করেছিলেন, এআইটিএ-র পদক্ষেপে পদক জয়ের সেই নিশ্চিত সম্ভাবনা নষ্ট হয়ে গেল।

শোরগোল ও চাপানউতোর

অলিম্পিকের ডাবলসে যোগ্যতা অর্জনের বিষয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ এনে বোপান্না বলেন, উইম্বলডন চলাকালীন আমি লাগাতার এটিপি অফিসে গিয়েছি। কিন্তু কোনও ধারণাই পাইনি। বোপান্নার অভিযোগ মানতে নারাজ এআইটিএ-র সেক্রেটারি জেনারেল অনিল ধুপর। তিনি বলেন, আমরা ১৭ জুন থেকেই যাবতীয় উদ্যোগ নিয়েছিলাম এবং সিঙ্গলসে খেলতে গিয়ে সুমিত ডাবলসেও যাতে খেলতে পারেন সে কারণে রোহন ও শরণের জুটি বদলে সুমিতের নাম যোগ করা হয়েছিল। তবে বোপান্না কেন এমন বলছেন জানি না। তবে তাঁদের মতো বিশ্বমানের খেলোয়াড়দের অলিম্পিকে নিজেদের যোগ্যতাতেই জায়গা নিশ্চিত করা উচিত ভালো খেলে। অন্যের নাম প্রত্যাহারের দিকে কেন তাকিয়ে থাকতে হবে? আমাদের তরফে কোনও গাফিলতিই নেই। অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টিও আমাদের হাতে নেই। তবে ডাবলসে খেলার পাশাপাশি রোহন যাতে মিক্সড ডাবলসেও নামতে পারেন সেই লক্ষ্যে সব কিছু উদ্যোগই নেওয়া হয়েছিল।

Whaaattt???If this is true then it's absolutely ridiculous and shameful..by this it also means that we have sacrificed a very good shot at a medal in the mixed doubles if you and I would have played as planned. We were both told that you and sumit's names hav been given .. https://t.co/h3fGkK0im8

— Sania Mirza (@MirzaSania) July 19, 2021

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Sania Mirza Stunned As Rohan Bopanna Alleged AITA Misled Him Over Tokyo Olympics Qualification. AITA Secretary General Hits Back.