অষ্টম বারের জন্য ব্রিটিশ গ্রাঁ পি চ্যাম্পিয়ন হ্যামিলটন, প্রথম ল্যাপেই সংঘর্ষের কবলে ভেরস্টাপেন

অষ্টম বারের জন্য ব্রিটিশ গ্রাঁ পি চ্যাম্পিয়ন হলেন কিংবদন্তি লুইস হ্যামিলটন। মোট ২৭ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের শিরোপা মাথায় পড়েন লুইস। রেসের প্রথম ল্যাপে প্রতিপক্ষ ম্যাক্স ভেরস্টাপেনের সঙ্গে সংঘর্ষের জেরে ১০ সেকেন্ডের জরিমানা ভরেও চেনা ট্র্যাকে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন ব্রিটিশ তারকা। সিলভারস্টোন সার্কিটে ১ লক্ষ ৪০ হাজার দর্শকের ভিড়ে উপস্থিত থেকে ছেলের জয় উপভোগ করেন হ্যামিলটনের বাবা।

ফর্মুলা ওয়ানের ব্রিটিশ গ্রাঁ পি-র প্রথম ল্যাপে লুইস হ্যামিল্টনের সঙ্গে সংঘর্ষের জেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে যান তাঁর রেড বুল প্রতিদ্বন্দ্বী ম্যাক্স ভেরস্টাপেন। অন্যথায় লুইসকে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হতো। হ্যামিল্টনের দলেরই ভালতেরি বোটাস তৃতীয় স্থানে থেকে রেস শেষ করেন। প্রতিযোগিতায় তাঁর ফাইনাল পয়েন্ট ১৬-তে গিয়ে দাঁড়ায়। দ্বিতীয় স্থানে রেস শেষ করা ফেরারির চার্লস লেকলের্ককে ১৮ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

মার্সেডিজের চালক ম্যাক্স ভেরস্টাপেনের সঙ্গে সংঘর্ষের জেরে ১০ সেকেন্ডের জন্য থেমে যেতে হয়েছিল রেড বুলের লুইস হ্যামিলটনকে। সেই সময় তাঁর দলেরই সহ চালক ভালতেরি বোটাস ম্যানেজমেন্টের নির্দেশ মেনে চার্লস লেকলের্ককে তাড়া করতে থাকেন। তাতে হ্যামিলটনের কাজ কিছুটা হলেও সহজ হয়ে যায়। দলের রণনীতিতে শীর্ষ স্থানে রেস শেষ করতে আর বিশেষ বেগ পেতে হয়নি ব্রিটিশ কিংবদন্তিকে।

Just an eight-time #BritishGP winner and his proud dad. ❤️🙏 pic.twitter.com/KboaZJAgPQ

— Mercedes-AMG PETRONAS F1 Team (@MercedesAMGF1) July 18, 2021

রবিবার ১ ঘণ্টা ৫৮ মিনিট ২৩.২৮৪ সেকেন্ডে রেস শেষ করে প্রথম স্থান দখল করেন ইংল্যান্ডের লুইস হ্যামিলটন। সিলভারস্টোন সার্কিটে একই দূরত্ব অতিক্রম করতে মোনাকোর চার্লস লেকলের্ক ৩.৮৭১ সেকেন্ড বেশি সময় নেন। তৃতীয় স্থানে রেস শেষ করা ফিনল্যান্ডের ভালতেরি বোটাসের আরও ১১.১২৫ সেকেন্ড বেশি সময় লাগে।

A race that will be talked about for a long time #BritishGP 🇬🇧 #F1 pic.twitter.com/XMpp8gCMGy

— Formula 1 (@F1) July 18, 2021

এই জয় সাত বারের বিশ্বজয়ী লুইস হ্যামিলটনের কেরিয়ারের ৯৯তম। চলতি অভিযানে এটি ব্রিটিশ তারকার চতুর্থ জয়। অন্যদিকে পোল পজিশনে ৩ পয়েন্টের ব্যবধান নিয়ে রেস শুরু করলেও টানা চারটি রেস জয়ের থেকে বঞ্চিত হলেন ম্যাক্স ভেরস্টাপেন। উল্টে হ্যামিলটনের গাড়ির সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More ENGLAND News  

Read more about:
English summary
Legend Lewis Hamilton won his record-extending 8th British GP