কোভিড–১৯ পরিস্থিতিকে সামনে রেখে এবার উত্তরপ্রদেশ সরকার বকরি ইদ উপলক্ষ্যে গরু, উট জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার জারি করা এই নির্দেশে একটি জায়গায় ৫০ জনের ওপর জমায়েত করাও নিষেধ বলে উল্লেখ রয়েছে। আগামী ২১ জুলাই বুধবার বকরি ইদ বা ইদ–অল–আধা রয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জন সমক্ষে পশুদের 'কুরবানি’র ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।
প্রসঙ্গত করোনা আবহে কুম্ভমেলা আয়োজন নিয়ে এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল উত্তরাখণ্ড সরকারকে। সেখান থেকে শিক্ষা নিয়ে কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখন্ড সরকার। গত কয়েকদিন আগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তরের এই রাজ্য। সেই পথেই হেঁটে শনিবার উত্তরপ্রদেশও কানোয়ার যাত্রা বাতিল করা হয়েছে এবং এর সঙ্গে বকর ইদেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!