গরু–উট ‘‌কুরবানি’‌ নয়, কানোয়ারের পর বকরি ইদ নিয়ে নিষেধাজ্ঞা জারি উত্তরপ্রদেশ সরকারের

‌কোভিড–১৯ পরিস্থিতিকে সামনে রেখে এবার উত্তরপ্রদেশ সরকার বকরি ইদ উপলক্ষ্যে গরু, উট জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার জারি করা এই নির্দেশে একটি জায়গায় ৫০ জনের ওপর জমায়েত করাও নিষেধ বলে উল্লেখ র‌য়েছে। আগামী ২১ জুলাই বুধবার বকরি ইদ বা ইদ–অল–আধা রয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জন সমক্ষে পশুদের '‌কুরবানি’‌র ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।


এর আগে কোভিড–১৯৯ পরিস্থিতির কারণেই রাজ্যে বার্ষিক কানোয়ার যাত্রাও বাতিল করে দেয় সরকার। এই যাত্রার আয়োজকরা করোনার তৃতীয় ওয়েভ মহামারি আসার সম্ভাবনার ঝুঁকির কারণেও এ বছরের বার্ষিক যাত্রা বাতিল করার কথা ঘোষণা করে। সরকারের মুখপাত্র জানান, '‌উত্তরপ্রদেশ সরকারের অনুরোধে কানোয়ার সংগঠন রাজ্যে কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’‌ উল্লেখ্য, গত শুক্রবার কানোয়ার যাত্রার অনুমতি দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার। যদিও বিতর্ক ঠেকাতে 'প্রতীকী' যাত্রা হিসাবে বলা হচ্ছে। কিন্তু এরপরেও দুই বিচারপতি আরএফ নরিম্যান এবং বিআর গাভাইয়ের বেঞ্চ মামলার শুনানিতে 'প্রতীকী' কানোয়ার যাত্রার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কি না সে বিষয়ে উত্তর তলব করে।

প্রসঙ্গত করোনা আবহে কুম্ভমেলা আয়োজন নিয়ে এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল উত্তরাখণ্ড সরকারকে। সেখান থেকে শিক্ষা নিয়ে কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখন্ড সরকার। গত কয়েকদিন আগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে উত্তরের এই রাজ্য। সেই পথেই হেঁটে শনিবার উত্তরপ্রদেশও কানোয়ার যাত্রা বাতিল করা হয়েছে এবং এর সঙ্গে বকর ইদেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More EID News  

Read more about:
English summary
ban cow camel kurbani after kanwar up govt restricted bakrid