বাজার খুলতেই সেনসেক্সে পতন। সপ্তাহের শুরুর দিনেই ৫০০ পয়েন্ট পড়ল শেয়ার বাজার। নিফটির অবস্থাও ভাল নেই। নিফটিও পড়েছে ১৪৬.৭৫ পয়েন্ট। শেয়ারবাজারের বেহাল দশায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের। প্রায় ৩০টি শেয়ারের বাজারদর পড়েছে। এইচডিএফসি ছাড়াও ধাক্কা খেয়েছে, ইন্ডাসইন ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।
তবে শেয়ারবাজার পড়লেও যে সকলেই লোকসানের মুখ দেখেছে এমন নয়। অনেক সংস্থাই লাভের মুখে দেখেছেনএই মন্দার বাজারে। এনটিপিসি, ভারতী এয়ারটেল, টাইটান, পাওয়ারগ্রিড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লাভের মুখ দেখেছে। গত কয়েক মাসে রিলায়েন্সের বাজার বেশ ভালই যাচ্ছে। একাধিক জায়গায় বিনিয়োগ বেড়েছে রিলায়েন্সের।
করোনার ধাক্কা শেয়ারবাজারে প্রভাব ফেলেছে দেশের অর্থনীতিতে। গত দেড় বছর ধরে গোটা দেশেরইআর্থির পরিস্থিতি থমকে গিয়েছে। করোনা সংক্রমণের কারণে অনেকটাই ধাক্কা খেয়েছে গোটা দেশের অর্থনীতি। ভারতের অর্থনীতি কিছুটা হলে চঙ্গা হয়েছিল। কিন্তু ফের করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় নতুন করে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। দফায় দফায় লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য। আন্তর্জািতক বাণিজ্যেও প্রভাব পড়তে শুরু করেছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!