
রাজধানীর রাস্তায় সাইকেলে সাংসদরা
আজ সোমবার থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন। অধিবেশনের শুরু থেকেই ঝড় উঠেছে। যদিও ঝড় যে উঠবে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। তবে এদিন সবাইকে চমকে দিয়ে রাজধানীর রাস্তায় সাইকেল চাপাতে দেখা যায় তৃণমূল সাংসদদের। কারোর বুকে পোস্টার আবার কারোর সাইকেলে আটকানো গ্যাসের মূল্যবৃদ্ধির ছবি। এই ছবি দেখে অনেকেই চমকে যান। যদিও বয়স্করা এই প্রতিবাদে অংশ নেননি। তাঁরা সংসদের মুখ থেকে এই প্রতিবাদে অংশ নেন। জানা গিয়েছে, গান্ধীমূর্তির পাদদেশেও বিক্ষোভ দেখাবেন সাংসদরা। তবে সংসদে সাইকেল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি।
সব বেঁচে দিচ্ছেন মোদী!
এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। গ্যাসের দাম কয়েক দফাতে বেড়েছে। এই বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের কোনও নজর নেই। আর এদিকে নজর না দিয়ে সবকিছু বিক্রি করে যাচ্ছে। কোনও দিন শাহ-মোদী প্ল্যান করে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। তবে প্রথমদিন থেকে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মাঠে নেমেছে তৃণমূল। আগেও থাকবে।
কলকাতাতেও প্রতিবাদ
জ্বালানির আকাশ ছোঁয়া দাম এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে লাগাতার তৃণমূল বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। কখনও সাইকেল চালিয়ে তো আবার কখনও গরু গাড়ি টেনে চলছে প্রতবাদ। এমনকি ঘোড়ার গাড়িতেও গাড়ি টাণতে দেখা গিয়েছে। শুধু কলকাতা নয়, রাজ্যের সর্বত্র জেলাতে এই বিক্ষোভ চলছে শাসকদল তৃণমূলের। এবার সেই আঁচ গিয়ে পড়ল দিল্লিতেও। শুধু সংসদের বাইরে নয়, অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদের ভিতরেও এদিন ঝড় তোলেন বিরোধীরা।
কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে
এই অবস্থায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলেছেন তিনি। মমতার দাবি, "সপ্তাহে চার বার করে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলা থেকেই রোজগার হয়েছে কেন্দ্রের। তোপ মমতার। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর সরকার মানুষের পকেট কাটছে বলেও এদিন তোপ দেগেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।। শুধু তাই নয়, মমতার দাবি, পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভরছে মোদী সরকার। বাসে-ট্রেনে চড়বেন কী ভাবে মানুষ? কৃষক চাষ করবেন কীভাবে?