এবার টোকিও অলিম্পিকের প্রি-ট্রেনিং ক্যাম্প থেকে করোনা আক্রান্ত আমেরিকার জিমন্যাস্ট

এবার টোকিও অলিম্পিকের প্রি-ট্রেনিং ক্যাম্প থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আমেরিকার এক মহিলা জিমন্যাস্ট। জাপানের ইনজাই শহরের অনুশীলন শিবির থেকে ওই কিশোরী কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছে বলে জানানো হয়েছে। তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই কিশোরীর সংস্পর্শে আসা আমেরিকার আরও এক জিমন্যাস্টকেও বাধ্যতামূলক নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে খবর।

এবার টোকিও অলিম্পিকের প্রি-ট্রেনিং ক্যাম্প থেকে করোনা আক্রান্ত আমেরিকার জিমন্যাস্ট

করোনা ভাইরাসে আক্রান্ত আমেরিকার ওই মহিলা জিমন্যাস্টের নাম প্রকাশ করা হয়নি। তবে তার অলিম্পিকে অংশগ্রহণের ওপর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আক্রান্ত কিশোরীর নাম আপাতত ওয়েটিং লিস্টে রাখা হয়েছে বলে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা আক্রান্ত আমেরিকার ওই জিমন্যাস্টকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার ধাক্কা সামলে আদৌ ওই কিশোরী পারফর্ম করতে পারবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আমেরিকার জিমন্যাস্ট দলের তরফে জানানো হয়েছে মৃদু লক্ষণ থাকায় রবিবারই ওই কিশোরীর কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। সোমাবার টেস্ট রিপোর্ট পজিটিভ আসতে নড়চড়ে বসে গেমস উদ্যোক্তারা। ওই জিমন্যাস্টকে সঙ্গে সঙ্গে বাকি দলের থেকে আলাদা করে দেওয়া হয়। তাঁর সংযোগে আসা আরও এক মার্কিন জিমন্যাস্টকে বাধ্যতামূলক নিভৃতবাসে পাঠানো হয়েছে। তাঁর আরও একটি কোভিড ১৯ টেস্টও করা হয়েছে বলে জানানো হয়েছে।

আমেরিকার ১০ সদস্যের জিমন্যাস্ট দল গত বৃহস্পতিবার জাপান পৌঁছয়। টোকিও নিটকস্থ ইনজাই শহরে তাদের অনুশীলন শুরু হয়। সেখান থেকে কার মাধ্যমে কোভিড ১৯ সংক্রমিত হলেন ওই কিশোরী অ্যাথলিট, তা বুঝেই উঠতে পারছে না গেমসের উদ্যোক্তারা। যেখানে প্রতিদিনই অ্যাথলিটদের করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সেখানে এমন ঘটনা কেন ঘটছে, তা ভাবাচ্ছে প্রশাসনকেও।

সবমিলিয়ে টোকিও অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত মোট ৫৯ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রতিযোগিদের সংখ্যার আধিক্য ঘটছে। গেমস ভিলিজে এখনও পর্যন্ত চার জন অ্যাথলিটের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। মার্কিন জিমন্যাস্টের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের এক বিচ ভলিবল খেলোয়াড়েরও কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছে। রবিবার টোকিওতে মোট ১০ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে গেমসের সঙ্গে সম্পর্কিত কেসের সংখ্যা পাঁচ। রবিবার দুই জন অ্যাথলিট গেমস ভিলেজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
United States gymnast tests positive for Covid-19 before start of Tokyo Olympics