বাংলার ৬ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-র নিচে, সর্বোচ্চ উত্তর ২৪ পরগনায়

বাংলার ছয় জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-র নিচে নেমে গিয়েছে। সর্বোচ্চ সংক্রমণ উত্তর ২৪ পরগনায় আর সর্বনিম্ন সংক্রমণ বীরভূমে। বাংলার তিন জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০০-র উপরে। উত্তর ২৪ পরগনার পরই দার্জিলিংয়ের সক্রিয় সবথেকে বেশি। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে করোনায়। বাংলার ছয় জেলায় করোনার দৈনিক সংক্রমণ ১০-র নিচে নেমে গিয়েছে। সর্বোচ্চ সংক্রমণ উত্তর ২৪ পরগনায় আর সর্বনিম্ন সংক্রমণ বীরভূমে। বাংলার তিন জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০০-র উপরে। উত্তর ২৪ পরগনার পরই দার্জিলিংয়ের সক্রিয় সবথেকে বেশি। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে করোনায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র নিচে। বাংলায় ৬৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৩ জন। উত্তর ২৪ পরগনায় ৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পর নদিয়া ও কলকাতা রয়েছে দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষ তিন স্থানে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯৭১০। এদিন কলকাতায় ৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৫৭ জনের। কোনও মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩৮৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৮২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৮০৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৪২ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২১৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৬৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৪৯২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪০৩৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮১১৭৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৬ জন, কোচবিহারে ৪১ জন, দার্জিলিংয়ে ৪৯ জন, কালিম্পংয়ে ১০ জন, জলপাইগুড়িতে ২৫ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ৬ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৫৭ জন, বীরভূমে ১ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৪১ জন, ঝাড়গ্রামে ৩১ জন, পশ্চিম মেদিনীপুরে ৪১ জন, পূর্ব মেদিনীপুরে ৪১ জন, পূর্ব বর্ধমানে ২৮ জন, পশ্চিম বর্ধমানে ১২ জন আক্রান্ত হয়েছেন এদিন। বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ১০-এর নিচে করোনা সংক্রমণ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily infections of six districts are below ten in West Bengal. North 24 Pargana till now highest according to infection and active case,