সংসদের বাইরে ভিতরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা
সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ১৯ জুলাই থেকে। অধিবেশন শুরু আগেই বিজেপির তরফে সংসদের বাইরে ও ভিতরে পশ্চিমবঙ্গ নিয়ে বিক্ষোভফ দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মূলত ভোট পরবর্তী হিংসা নিয়েই অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের নেই-এর তালিকায় রয়েছে আইনের শাসন না থাকার অভিযোগ। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ইঙ্গিত দিয়েছেন, বাংলার বিজেপি সাংসদরা সংসদে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হবেন।
ঘরছাড়া বিজেপি কর্মীরাও পথে নামবেন
দিল্লিতে ঘর ছাড়া বিজেপি কর্মীরাও পথে নামবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছেন। সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, ইতিমধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলার ঘরছাড়া বিজেপি কর্মীর সংখ্যাটা প্রায় সাত হাজারের মতো। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় দিল্লিতে থাকবেন, এই ঘরছাড়ারা সেই সময় দিল্লির রাস্তায় নামবেন বলেই জানা গিয়েছে।
দিল্লি যেতে পারেন রাজ্যের বিজেপি বিধায়করাও
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় রাজ্যে বিজেপি বিধায়করা দিল্লিতে যেতে পারেন। সেখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারেন। রাজ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ১০ জন বিধায়ক দিল্লিতে যেতে পারেন বলে জানা গিয়েছে।
২৬ জুলাই সম্ভাব্য দিল্লি সফর শুরু মমতার
এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যে খবর পাওয়া গিয়েছে, ২৬ জুলাই তিনটের বিমানে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২৭,২৮,২৯ জুলাই তিনি সেখানে থাকবেন। ৩০ জুলাই তাঁর কলকাতা ফেরার কথা। এই সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছাড়াও সনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, শারদ পাওয়ারের সঙ্গে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব পরিকল্পনাই ২০২৪-কে উদ্দেশ্য করে।