দানিস সিদ্দিকির দেহ সমাহিত করা হবে জামিয়া মিলিয়ায়, ব্যতিক্রমী সিদ্ধান্ত উপাচার্যের

আফগানিস্তানে তালিবান হামলায় মৃত পুলিতজার পুরস্কার বিজয়ী ফটো জার্নালিস্ট দানিস সিদ্দিকির (Danish Siddiqui) দেহ সমাহিত করা হবে দিল্লি জামিয়ার কবরস্থানে। রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার ( jamia millia islamia) তরফে এমনটাই জানানো হয়েছে। এটা দানিসের ক্ষেত্রে ব্যতিক্রমী নজির বলেই জানিয়েছেন উপাচার্য।

সাধারণভাবে জামিয়ার কবরস্থানে জামিয়ার কর্মী, তাঁদের স্ত্রী কিংবা স্বামী এবং সন্তানদের দেহ সমাহিত করা হয়। তবে দানিস এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সিদ্দিকির পরিবারের তরফে উপাচার্যের কাছে এব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল।

সিদ্দিকির পরিবারের সঙ্গে জামিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবা মহম্মদ আখতার সিদ্দিকি জামিয়ার প্রাক্তন অধ্যাপক। জামিয়ানগরে তিনি থাকেন। অন্যদিকে ড্যানিসের স্কুল ছিল জামিয়ায়। এছাড়াও তিনি অর্থনীতিতে স্নাতক এবং গণমাধ্যমে স্নাতকোত্তর করেন এই জামিয়া মিলিয়া থেকেই।

শনিবার উপচার্য নাজমা আখতার পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। বিশ্ববিদ্যালয়ের তরফে শোকসভা করা হবে বলেও জানান তিনি। এছাড়াও দানিসের কাজ নিয়ে একটি প্রদর্শনী করা হবে বলেও পরিবারকে জানিয়েছেন উপাচার্য।

শুক্রবার কান্দাহারের স্পিন বোলডাকে আফগান নিরাপত্তা বাহিনী এবং তালিবানদের যুদ্ধের মধ্যে পড়ে নিহত হন দানিস সিদ্দিকি। এই জায়গাটি পাক-আফগান সীমান্তের খুব কাছে।

ধোপে টিকল না 'ক্যাপ্টেনে'র আপত্তি, নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি ঘোষণাধোপে টিকল না 'ক্যাপ্টেনে'র আপত্তি, নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি ঘোষণা

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TALIBAN News  

Read more about:
English summary
Danish Siddiqui's body will be buried at Jamia graveyard, says Vice Chancellor.
Story first published: Sunday, July 18, 2021, 22:50 [IST]