কলকাতা
আজ ডিজেলের দাম সারা দেশে ১৩ থেকে ১৮ পয়সা বেড়েছে। কলকাতাতে আজ পেট্রোলের দাম রয়েছে ১০২.০৮ টাকা, অন্যদিকে, ডিজেলের দাম লিটার প্রতি রয়েছে ৯৩.০২ টাকা। এই প্রবল পরিমাণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে থাকায় রীতিমতো অস্বস্তিতে মধ্যবিত্ত। রান্নার গ্যাস কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারে হয়েছে ৮৩৪.৫০ টাকা।
মুম্বই
মায়ানগরী মুম্বই এই মুহূর্তে প্রবলভাবে জলমগ্ন। মুম্বই জুড়ে প্রবল বৃষ্টিপাতের কারণে বহু জায়গায় নেমেছে ধস। এরই মাঝে শহরবাসীর অস্বস্তি বাড়িয়ে মুম্বইতে পেট্রোলের দাম হয়েছে ১০৭.৮৩ টাকা। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৯৭.৪৫ টাকা। রান্নার গ্যাস ১৪.২ কেজির সিলিন্ডারে দাম হয়েছে ৮৬১ টাকা ।
দিল্লি
১ লিটার পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা হয়েছে রাজধানী দিল্লিতে। ডিজেলের দাম ১ লিটারে রাজধানী দিল্লিতে হয়েছে ৮৯.৮৭ টাকা। অন্যদিকে রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারে হয়েছে ৮৩৪.৫০ টাকা।
চেন্নাই
দক্ষিণী শহর চেন্নাইতে ১ লিটারে ১০২ টাকা ৪৯ পয়সা রয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম ১ লিটারে রয়েছে ৯৪.৩৯ টাকা। রান্নার গ্যাস ১৪.২ কেজির সিলিন্ডারে দাম রয়েছে ৮৫০.৫০ টাকা।
বেঙ্গালুরু
বেঙ্গালুরুতেও পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। সেখানে ১ লিটারে পেট্রোলের দাম ১০৫.২৫ টাকা রয়েছে। ১ লিটারে ডিজেলের দাম রয়েছে ৯৫.২৬ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারে রয়েছে ৮৩৭.৫০ টাকা।