শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু ধাওয়ান বাহিনীর, ব্যাট হাতে অনবদ্য অধিনায়ক

অধিনায়ক শিখর ধাওয়ান ও ডেবিউট্যান্ট ইশান কিষাণের চওড়া ব্যাট ভর করে একরাশ রেকর্ডকে সঙ্গী করে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতল ভারতীয় ক্রিকেট দল। সাত উইকেটের দাপুট জয় হাসিল করল ধাওয়ানের টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মাহীন তারুণ্যে ভরপুর এই ভারতীয় দলের পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের নজর কাড়ল। চর্চায় গব্বরের অধিনায়কত্বও।

টসে হেরে যান গব্বর

বিরাট কোহলি, রোহিত শর্মার অবর্তমানে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন শিখর ধাওয়ান। যার শুরুটা খুব একটা মধুর হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে টস হেরে যান গব্বর। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে হোম টিম। শ্রীলঙ্কার হয়ে ৩৫ বলে ৪৩ রানের টি২০ সুলভ ইনিংস খেলেন চামিকা করুণারত্নে। তাঁর ব্যাটে ভর করেই লড়াই করার জায়গায় পৌঁছে যায় দ্বীপরাষ্ট্রের দল। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন দীপক চাহার, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

পৃথ্বী-ইশান ধামাকা

২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক ঢঙে ব্যাট করতে শুরু করেন টিম ইন্ডিয়ার ওপেনার পৃথ্বী শ। টি২০ ঢঙে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তরুণ ব্যাটসম্যান। ২৪ বলের ইনিংসে ৯টি চার আসে তাঁর ব্যাট থেকে। ঠিক যেখানে শেষ করে সাজঘরে ফেরেন মুম্বইকর, সেখান থেকেই ব্যাটিং করতে শুরু করেন ঝাড়খণ্ডের ইশান কিষাণ। জন্মদিনেই দেশের হয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমে সাবলীলভাবে ব্যাটিং করেন তরুণ উইকেটরক্ষক। অভিষেক ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে অনন্য রেকর্ডের মালিক হয়ে সাজঘরে ফেরেন ইশান। তাঁর ৪২ বলে ৫৯ রানের ইনিংস আটটি চার ও দুটি ছক্কা দিয়ে সাজানো।

ধাওয়ানের ফিনিশিং টাচ

পৃথ্বী শ এবং ইশান কিষাণ যখন বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন, তখন ক্রিজের অন্যদিক ধরে রেখে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যান বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে নামা শিখর ধাওয়ান। অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গব্বর। তাঁর ৯৫ বলে ৮৬ রানের ইনিংসের জন্য কোনও প্রশংসাই যথার্থ নয়। ৬টি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো ধাওয়ানের অধিনায়োকচিত ইনিংসে মজেছে ক্রিকেট দুনিয়া। শেষ বেলায় ২০ বলে ৩১ রানের উপযোগী ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তা পরিষ্কার করেন সূর্যকুমার যাদব। ২৬ রান করেন মনীশ পান্ডে। ৩৬.৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা।

ভারত বনাম শ্রীলঙ্কা

কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই পরের দুটি ওয়ান ডে ম্যাচ মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ২০ জুলাই ও ২৩ জুলাই হবে ম্যাচ। দুই দলের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজও অনুষ্ঠিত হবে। কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ২৫, ২৭ ও ২৯ জুলাই হবে ম্যাচ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TEAM INDIA News  

Read more about:
English summary
Shikhar Dhawan led Team India beat Sri Lanka in first ODI international