মোদীর মন্ত্রী-আরএসএস নেতাদের ফোনেও আড়ি পাতছে ইজরায়েলের সংস্থা, ফের বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী

সবসময়ই তিনি বিতর্কের কেন্দ্র বিন্দুতে। ফের একবার মোদী সরকারের (narendra modi) বিরুদ্ধে ফোনে আড়িপাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। রবিবার তিনি টুইটে অভিযোগ করেছেন ইজরায়েলের পিগেসাস সংস্থা শুধু কেন্দ্রীয় মন্ত্রী কিংবা আরএসএ নেতাই নন, ফোনে আড়ি পেতে থাকতে পারে বিচারপতি এবং সাংবাদিকদের ফোনেও।

এব্যাপারে স্বামী কয়েকটি পশ্চিমী সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পশ্চিমী সংবাদ মাধ্যমগুলি এব্যাপারে রিপোর্ট প্রকাশ করবে বলেও গুজব ছড়িয়েছে। টুইটে তিনি বলেছেন, যদি এব্যাপারে নিশ্চিত কোনও তালিকা তিনি পান, তাহলে তা প্রকাশ করবেন।

এদিকে স্বামীর এই টুইট প্রকাশের পরেই, তাঁর পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন এবং কংগ্রেসের কার্তি চিদাম্বরমের মতো নেতারা। ডেরেক বলেছেন, অনেক বিরোধী সদস্যের ফোনেও আড়ি পাতা হচ্ছে। অন্যদিকে কংগ্রেসের কার্তি চিদাম্বরম পিগেসাসের কথা উল্লেখ করে বলেছেন, পিগেসাস বিস্ফোরক হয়ে উঠতে চলেছে।

তবে শুধু এখনই নয়, ২০১৯-এ পিগেসাসকে নিয়ে অভিযোগ উঠেছিল। সেই সময় তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, দেশের সরকারি কোনও সংস্থা পিগেসাসের অঅনুমোদিত ব্যবহার করেনি।
২০১৯-এ অভিযোগ উঠেছিল সারা বিশ্বের অন্তত ১৪০০ ব্যক্তির ফোনে ইজরায়েলি প্রযুক্তি দিয়ে আড়ি পাতা হয়েছে। চারটি মহাদেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সরকারি আধিকারিকদের ফোনে আড়ি পাতা হয়েছে। এর মধ্যে ভারতও রয়েছে বলে তখন দাবি করা হয়েছিল। সেই সময় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দেশের দু ডজনের বেশি শিক্ষাবিদ, আইনজীবী, দলিত কর্মী এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More SUBRAMANIAN SWAMY News  

Read more about:
English summary
Subramanian Swamy alleges Modi Govt hires Israel's Pegasus for tapping phone of Ministers, rss, judges
Story first published: Sunday, July 18, 2021, 15:55 [IST]