উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই সোমবার সকালে মধ্যে জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ২ জেলায় হতে পারে ভারী বৃষ্টি
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জুলাই সোমবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই মঙ্গলবার সকালে মধ্যে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ভারী বহৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এক্ষেত্রে এখনও পর্যন্ত ওড়িশা উপকূলে প্রভাব পড়ার কথাই বলা হয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দু-একটি জেলায় এর প্রভাব পড়লেও পড়তে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৮)
বালুরঘাট ( ৩২)
বাঁকুড়া (৩৫.২)
ব্যারাকপুর ( ৩৫.৪)
বহরমপুর (৩৫.৬)
বর্ধমান (৩৬)
ক্যানিং (৩৪.৬)
কোচবিহার (২৯.৭)
দার্জিলিং (২০.২)
দিঘা (৩৫.১)
কলকাতা ( ৩৫.২)
মালদহ (৩৩.৪)
পানাগড় (৩৫.৩)
পুরুলিয়া (৩৪.৭ )
শিলিগুড়ি (৩০)
শ্রীনিকেতন (৩৫)