তৃণমূলের বর্ষীয়ান নেতা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। উল্টে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছেন তৃণমূল নেতারা, কর্মী-সমর্থক ও অনুগামীরা।
শুক্রবার প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতলে তাঁকে ভর্তি করা হয়। তারপর থেকে তাঁর অবস্থা আরও খারাপ হতে শুরু করে। সেই কারণে সম্পূর্ণ ভেন্টিলেশনে তাঁকে রাখা হয়েছে। চিকিৎসক নবারুণ রায়ে তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। শ্বসকষ্ট, কাশির সঙ্গে অস্বাভাবহিক রক্তচাপের সমস্যা রয়েছে তাঁর। হার্টবিটও বেড়ে গিয়েছে অনেকটা।
একইসঙ্গে সাধন পাণ্ডেকে নিয়ে আরও উদ্বেগের কারণ হল মস্তিষ্কে অত্যন্ত প্রভাব পড়েছে। এই পরিস্থিতিকে চিকিৎসকরা বলছেন ব্রেন এন্সেপালোপ্যাথি। শুক্রবার যখন ভর্তি হয়েছিলেন তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা একেবারেই নেমে গিয়েছিল। ওইদিন দুপুরে ট্যাবলো উদ্বোধন করতে গিয়েছিলেন মন্ত্রী। সারাদিন রোদের মধ্যে থেকে বাড়ি ফেরার পর অসুস্থতা বোধ করেন। তারপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাধন পাণ্ডের অসুস্থতা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করেন, বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে অত্যন্ত সংকটজনক। অত্যন্ত উদ্বেগের বিষয়। অচেতন, যন্ত্রসমরথনে চলছে। সোমবার এমআরআই হওয়ার কথা। তাঁর মস্তিষ্কের অবস্থা চিকিৎসকের কাছে স্পষ্ট নয়। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!