ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা ২১ জুলাই পর্যন্ত, আবহাওয়ার পূর্বাভাসে একাধিক রাজ্যের জন্য সতর্কবার্তা আইএমডির

আবহাওয়ার পূর্বাভাসে একের পর এক রাজ্যের জন্য প্রবল বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আইএমডি। ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট শনিবার জানিয়েছে, ২১ জুলাই দেশের একাধিক রাজ্যে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে, যার মধ্যে রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু অংশ। একনজরে দেখা যাক, আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছে আইএমডি।

একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা

আইএমডির পূর্বাভাসে একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জানিয়েছে আইএমডি। উত্তর পূর্ব ভারত থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে ১৯ জুলাই পর্যন্ত প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে। বলা হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ও সিকিমে ১৭ থেকে ১৯ জুলাই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

পশ্চিমপ্রান্তে টানা ৫ থেকে ৬ দিন বর্ষণ

এদিকে, ভারতের পশ্চিম প্রান্তে গুজরাত সহ একাধিক রাজ্যে টানা ৫ থেকে ৬ দিন ধরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিম উপকূল, গুজরাতে এই ভারী বর্ষণ আপাতত চলবে। এখন কোনও মতেই নিস্তার নেই এই ভারী থেকে অতিভারী বর্ষণের হাত থেকে। ইতিমধ্যেউ বর্ষণস্নাত মহারাষ্ট্রে নেমে এসেছে দুর্যোগ। তার সঙ্গেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২০ থেকে ২১ জুলাই মধ্যমহারাষ্ট্রে ও কঙ্গন , গোয়ায় ১৮ থেকে ২১ জুলাই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও আগামী ৫ থেকে ৬ দিন দক্ষিণ পশ্চিম উপকূলে , কর্ণাটক সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

২৪ ঘণ্টায় প্রবল বজ্রপাত সহ বর্ষণ!

এদিকে, বহুদিন ধরে বৃষ্টির আশা করে তৃষ্ণার্ত উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব, হরিয়ানা। শনিবার আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে যে বিহার, উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে প্রবল বর্ষণের সঙ্গে বর্জ্রপাতের চরম সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় আইএমডি জানিয়েছে যে এই বজ্রপাতের ঘটনা থেকে আঘাত আসতে পারে বাইরে থাকা গৃহপালিত পশুদেরও। ফলে সাবধানতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে।

উত্তর ভারতে প্রবল বর্ষণ

আইএমডির সতর্কবার্তায় জানানো হয়েছে,পশ্চিম হিমালয়ের নানান এলাকা, উত্তরপ্রদেশে ১৭ থএকে ২১ জুলাই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। দিল্লির বুকে ১৮ জুলাই মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More WEATHER News  

Read more about:
English summary
latest Weather update,IMD predicts heavy rain of monsoon for states like west bengal, meghalaya from 21 July
Story first published: Sunday, July 18, 2021, 8:07 [IST]