একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা
আইএমডির পূর্বাভাসে একাধিক রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জানিয়েছে আইএমডি। উত্তর পূর্ব ভারত থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে ১৯ জুলাই পর্যন্ত প্রবল বর্ষণের সতর্কতা জারি রয়েছে। বলা হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ও সিকিমে ১৭ থেকে ১৯ জুলাই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
পশ্চিমপ্রান্তে টানা ৫ থেকে ৬ দিন বর্ষণ
এদিকে, ভারতের পশ্চিম প্রান্তে গুজরাত সহ একাধিক রাজ্যে টানা ৫ থেকে ৬ দিন ধরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ভারতের পশ্চিম উপকূল, গুজরাতে এই ভারী বর্ষণ আপাতত চলবে। এখন কোনও মতেই নিস্তার নেই এই ভারী থেকে অতিভারী বর্ষণের হাত থেকে। ইতিমধ্যেউ বর্ষণস্নাত মহারাষ্ট্রে নেমে এসেছে দুর্যোগ। তার সঙ্গেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২০ থেকে ২১ জুলাই মধ্যমহারাষ্ট্রে ও কঙ্গন , গোয়ায় ১৮ থেকে ২১ জুলাই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও আগামী ৫ থেকে ৬ দিন দক্ষিণ পশ্চিম উপকূলে , কর্ণাটক সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
২৪ ঘণ্টায় প্রবল বজ্রপাত সহ বর্ষণ!
এদিকে, বহুদিন ধরে বৃষ্টির আশা করে তৃষ্ণার্ত উত্তরপ্রদেশ সহ পাঞ্জাব, হরিয়ানা। শনিবার আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে যে বিহার, উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে প্রবল বর্ষণের সঙ্গে বর্জ্রপাতের চরম সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় আইএমডি জানিয়েছে যে এই বজ্রপাতের ঘটনা থেকে আঘাত আসতে পারে বাইরে থাকা গৃহপালিত পশুদেরও। ফলে সাবধানতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে।
উত্তর ভারতে প্রবল বর্ষণ
আইএমডির সতর্কবার্তায় জানানো হয়েছে,পশ্চিম হিমালয়ের নানান এলাকা, উত্তরপ্রদেশে ১৭ থএকে ২১ জুলাই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। দিল্লির বুকে ১৮ জুলাই মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।