নিম্নচাপের আশঙ্কা
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে , ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ফলে তার জেরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিপাত আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।
আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য
এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কলিম্পং, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ দিনাজপুরে ও মালদহে রয়েছে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এরপর সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে মালদহ বাদে বাকি সমস্ত জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া ও পূর্বাভাস
এদিকে, দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম অব্যাহত। সোমবার সকালের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে সেভাবে প্রবল বর্ষণের আশঙ্কা নেই। তবে সবকয়টি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়ে কি না, তা নিয়ে রয়েছে আশঙ্কা।
কলকাতার আবহাওয়া
আপাতত শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। আপাতত ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দু এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্বাবনা রয়েছে বলে জানা গিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.১
বাঁকুড়া ২৫.২
বর্ধমান ২৪
দার্জিলিং ১৬.৬
দমদম ২৭.২
মালদা ২৬.৩
মেদিনীপুরে ২৮.৩
শ্রীনিকেতন ২৪.০
ভূমি ধসের আশঙ্কা !
এদিকে শনিবার আইএমডি জানিয়েছে, তিন থেকে ৪ দিনের মধ্যে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টি নামতে চলেছে। একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেখানে ভূমিধস নামতে পারে। এবিষয়ে এলাকার প্রশাসন যেন আগে থেকে সতর্ক থাকে তার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।