টোকিও অলিম্পিক শুরুর আগে করোনার থাবা অ্যাথলিট ভিলেজে। দুই অ্যাথলিট করোনা আক্রান্ত হয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন। রবিবার টোকিও অলিম্পিকের আয়োজকরা অ্যাথলিটদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের তিনটি নতুন রিপোর্ট করেছেন। পরের সপ্তাহে অলিম্পিক শুরু, তার আগে করোনার মহামারী আঘাত করল গেমসে।
প্রতিযোগীরা অ্যাথলিট ভিলেজে থাকাকালীন করোনা ভাইরাসের টেস্ট করিয়েছিলেন। তাঁদের মধ্যে দু'জনের করোনা পজিটিভ এসেছে। ২০২০ সালে জাপানের রাজধানী টোকিওতে এসে আরও একজন অনামী অ্যাথলিটও করোনা ইতিবাচক হয়েছেন। তবে তিনি অলিম্পিক ভিলেজের কেউ নন।
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অলিম্পিক ভিলিজে প্রথম করোনা ইতিবাচক হয়েছিলেন। তারপর একে একে করোনা আক্রান্তের খবর প্রকাশিত হচ্ছে। গেমস চলাকালীন হাজার হাজার প্রতিযোগী থাকবেন অলিম্পিক ভিলেজে। তাই আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসছে টোকিও অলিম্পিক গেমসে।
শনিবার অলিম্পিকের আয়োজকরা অ্যাথলিট ভিলেজে কোভিড-১৯ এর প্রথম ঘটনাটি জানিয়েছিলেন এবং তার আগে আগামী সপ্তাহে শুরু হওয়া অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত হওয়া আরও ১৪টি নতুন ঘটনা সামনে এসেছে। ফলে নিরাপদ ও সুরক্ষিত ইভেন্টের প্রতিশ্রুতি নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!