মুম্বইতে প্রবল বর্ষণ
আইএমডির তরফে সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী ২৪ ঘণ্টায় মায়ানগীর মুম্বই প্রবল বর্ষণ দেখতে চলেছে। হালকা থেকে অতিভারী বৃষ্টির সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। শহর মুম্বই সহ মফস্বলের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আইএমডি।
লাল সতর্কতা জারি
মুম্বইতে এদিন প্রবল বর্ষণ ঘিরে লাল সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় মুম্বইতে ২০৪.৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে শুরু করবে। ইতিমধ্যেই শুক্রবার বিভিন্ন সময়ে ১৭৬.৯৬ মিলিমিটার , ১৯৫.৪৮ মিলিমিটার বৃষ্টিপাত শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এরই সঙ্গে এদিন গোটা দিন প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি রয়েছে মুম্বইতে। সতর্ক রয়েছে মুম্বই পুরসভা।
লাল থেকে সবুজ সতর্কতা ও বর্ষণ
প্রসঙ্গত, আইএমডির তরফে যদি লাল মার্কিন থাকে আবহাওয়ার রিপোর্টে , তাহলে তা প্রবল দুর্যোগের পূর্বাভাস বলে ধরে নেওয়া হয়। যার অর্থ এবিষয়ে সতর্ক থাকতে হবেস। নিতে হবে তৎপরতা। অন্যদিকে, কমলা সতর্কতা মানে প্রশাসনকে প্রস্তুত থাকার বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। 'সবুজ' রিপোর্টে থাকলে,তা আশঙ্কামুক্ত বলেই মনে করা হয়।
বানভাসী মায়ানগরী
মুম্বইয়ের হনুমান নগর, কান্দিভালি, ভিকরোলির মতো বিভিন্ন জায়গায় প্রবলভাব ঢুকতে শুরু করে দিয়েছে বন্যার জল। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের চেম্বুরে দেওয়াল ভেঙে ধসের জেরে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জল জমার নেপথ্যের বড় কারণ কী!
বলা হচ্ছে মুম্বই শহরের নিকাশী বন্দোবস্তের সঙ্গে সঙ্গে সেখানে নোংরা আবর্জনা ফেলার জায়গায় কার্যত আবর্জনার স্তূপ হয়ে থাকছে। আর সেই নোংরা শহরে জমেই প্রবল বিপদ ঘনিয়ে আনছে। যার ফলে মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় জল দাঁড়াচ্ছে। সহজে তা বেরিয়ে যেতে পারছে না। এদিকে, তেড়ে রাতভর বৃষ্টি রয়েছে।
আরব সাগরে তুমুল ঢেউ
এদিকে, বর্ষায় উত্তাল অবস্থায় আরব সাগর। সেখানে বিকেল ৫:৫৮ মিনিট নাগাদ প্রবল ঢেউ আছড়ে পড়তে শুরু কর বে বলে খবর। ঢেউয়ের উচ্চতা আনুমানিক ৩.৭২ মিটার হতে পারে বলে জানিয়েছে, আইএমডি। এদিকে, গত রাত ৩ টে নাগাদ শহরের সান্টাক্রুজেই শুধু ২১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর। বান্দ্রায় ১৯৭ মি.মি, কোলাবায় ১৭৪ মি.মি বৃষ্টি হয়েছে।