শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কী বলছে?
কেন্দ্রের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে। মাস্ক ব্যবহারের প্রবণতা ক্রমেই কমতে শুরু করায় , তা নিয়ে সতর্ক করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে কোভিড ঘিরে জারি হয়েছে নানান বিধি নিষেধ। এরই মাঝে দেখা গিয়েছে, করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১ , ১৫৭ জন। অঙ্কের হিসাবে দেখা যাচ্ছে একদনের মধ্যে কোভিডের আক্রান্তের সংখ্যা ৭.৪ শতাংশ বেড়েছে।
মৃতের সংখ্যা
পরিসংখ্যান বলছে, একদিনে কোভিডের জেরে আক্রান্তের সংখ্যা ৫১৮ জন। গতকয়েকদিন ধরেই কোভিডে আক্রান্তের সংখ্যা নামতে শুরু করেছে। দেখা যাচ্ছে যে মারণ ভাইরাসের দাপটে ৬০০ এর নিচে নেমেছে দৈনিক মৃতের সংখ্যা। তবে দৈনিক আক্রান্তের সংখ্যার ওঠানামা কোভিডের তৃতীয় স্রোতের আশঙ্কাকে আরও গভীর করেছে।
করোনায় মোট আক্রান্তের সংখ্যা
করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা দেশে এখন ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জন। এদিকে, করোনা সংক্রমণ রুখতে একাধিক রাজ্যে কড়া বিধি আরোপিত। করোনা আক্রমণের মাঝেই কেরলে জিকার উপদ্রব শুরু হয়েছে। তবে তারই মধ্যে বেশ কয়েকটি পরিষেবায় ছাড় দিয়েছে কেরল সরকার।
ভ্যাকসিন
এদিকে, করোনার তৃতীয় স্রোতের মাঝে দেশে ভ্যাকসিনেশনের গতি আরও বাড়ানোর কথা জানিয়েছে বিশেষজ্ঞ মহল। এই পরিস্থিতিতে দেশে মোট ভ্যাকসিনেশন হয়েছে ৪০,৪৯,৩১,৭১৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৩,৬০৯ জন। উল্লেখযোগ্যভাবে করোনায় এদিন ৪১ হাজারের ঘরে আক্রান্তের সংখ্যা হলেও , সুস্থতার সংখ্যা ৪২,০০৪ জন হয়েছে।
দার্জিলিং এ কী ঘটেছে?
এদিকে দার্জিলিং এ মাস্ক ছাড়া ঘোরাফেরার জন্য ৪ জন পর্যটককে আটক করা হয়েছে। কোভিড বিদি লঙ্ঘনের দায়ে এমন ঘটনা ঘটানো হয়েছে। দার্জিলিং জুড়ে সংক্রমণ রুখতে প্রবল পুলিশি ধরপাকড় লক্ষ্য করা যাচ্ছে।