প্রথম একাদশ নিয়ে
শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের সিরিজের অধিনায়ক শিখর ধাওয়ান জানান, ওপেনিং স্লট-সহ প্রথম একাদশ নিয়ে দলের মধ্যে যে প্রতিযোগিতা রয়েছে তা ইতিবাচক দিক। তবে সকলকেই সিরিজে খেলাতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। যেদিন যাঁকে খেলানো উচিত বলে মনে হবে দলের স্বার্থে তাঁকেই খেলানো হবে। শ্রীলঙ্কায় সিরিজ জেতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ওপেনিং জুটি থেকে প্রথম ম্যাচের একাদশও তৈরি। তবে তা কালই জানানো হবে। সকলেই দেশের হয়ে সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন।
বিরাটদের ইচ্ছা
শিখর বলেন, এটা ঠিক এই সিরিজে অনেকেই টি ২০ বিশ্বকাপ দলে সুযোগের লক্ষ্যে নিজের সেরাটা দিতে চাইবেন। তবে এখনও ইংল্যান্ডে থাকা বিরাট কোহলি বা রবি শাস্ত্রীর সঙ্গে কথা হয়নি। তাঁরা বা নির্বাচকরা কোনও ক্রিকেটারকে দেখে নিতে চাইলে নিশ্চিতভাবেই তাঁকে খেলানো হবে। দেবদত্ত পাড়িক্কল ও ঋতুরাজ গায়কোয়াড় থাকলেও মনে করা হচ্ছে, দিল্লি ক্যাপিটালসের ওপেনিং পার্টনার পৃথ্বী শ-কে নিয়ে নামতেই পছন্দ করবেন শিখর। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল জুটির রসায়নের কথা উল্লেখ করলেও তিনি প্রশংসা করেছেন রাহুল চাহারের। বলেছেন, আমাদের দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন। সকলেই ভালো বোলিং করছেন এবং সকলেরই ফিটনেস ভালো জায়গায় রয়েছে। দলের প্রয়োজনমতোই ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে।
— BCCI (@BCCI) July 17, 2021 |
কোচ দ্রাবিড়কে নিয়ে
ধাওয়ান যে সিরিজে দেশের হয়ে প্রথম অধিনায়কত্ব করবেন সেই দলের কোচ রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের মধ্যে তুলনামূলক আলোচনা সংক্রান্ত প্রশ্নের জবাবে ধাওয়ান বলেন, দুজনের কোচিং পদ্ধতি আলাদা। তবে দুজনেই ভীষণ পজিটিভ। রবি ভাইয়ের এনার্জি অনেক বেশি, তুলনায় অনেক শান্তভাবে দলকে মোটিভেট করেন রাহুল। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে ধাওয়ান জানান, এক মাস সকলে একসঙ্গে রয়েছেন। দলের পরিবেশ খুব ভালো জায়গায় রয়েছে। অর্জুন রণতুঙ্গা ভারতের এই দলকে দ্বিতীয় সারির দল কিংবা শ্রীলঙ্কা কোচ মিকি আর্থার আইপিএলের অল স্টার একাদশ বলে অভিহিত করলেও ধাওয়ান বলেন, এটা তাঁদের ভাবনা হতে পারে। আমরা এই সিরিজকে আন্তর্জাতিক সিরিজ ভেবেই যাবতীয় পরিকল্পনা করেছি।
ভারতের সম্ভাব্য একাদশ
সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। হার্দিক পাণ্ডিয়া তৃতীয় সিমারের দায়িত্ব পালন করলে ভুবির সঙ্গে নতুন বলে সঙ্গী হতে পারেন নভদীপ সাইনি বা দীপক চাহার। আবার যুজবেন্দ্র চাহালের সঙ্গে কুলদীপ যাদবই সম্ভবত শুরু করবেন। অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়া তৃতীয় স্পিনার হতে পারেন। তবে কুলদীপের পরিবর্তে বরুণ চক্রবর্তী বা রাহুল চাহারকেও খেলানো হতে পারে। অনুশীলন থেকে ইঙ্গিত মিলেছে উইকেটকিপারের দৌড়ে সঞ্জু স্যামসনের চেয়ে এগিয়ে ঈশান কিষাণ। ভারতের প্রথম একাদশ যেমন হতে পারে- শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, নভদীপ সাইনি অথবা দীপক চাহার, কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী অথবা রাহুল চাহার, যুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কার প্রথম একাদশ হতে পারে যেরকম- আবিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ধনঞ্জয় ডি সিলভা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দাকান, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা।