উত্তরবঙ্গে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুলাই রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ জুলাই সোমবার সকালের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মালদহে বজ্রবিদ্যুত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৯ জুলাইয়ের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা। তবে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৮ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবজেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
কলকাতায় অংশত মেঘলা আকাশ
কলকাতা ও আশপাশের এলাকার জন্য এদিন সকালে দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর ও আশপাশের কোনও না কোনও অংশে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি
আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৭)
বালুরঘাট (২৭.৬)
বাঁকুড়া (২৬.১)
ব্যারাকপুর (২৮)
বহরমপুর (২৫.৬)
বর্ধমান (২৪)
ক্যানিং (২৭.৪)
কোচবিহার (২৫.৭)
দার্জিলিং (১৬.৪)
দিঘা (২৮)
কলকাতা (২৮.২)
মালদহ (২৮.৬)
পানাগড় (২৬.৯)
পুরুলিয়া (২৬.১)
শিলিগুড়ি (২৬.৩)
শ্রীনিকেতন (২৬.৮)