টোকিও অলিম্পিক শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই যে গেমস ভিলিজে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। তা নিয়ে অস্থিরতার মধ্যেই অনুশীলন শিবির থেকেই নিখোঁজ হলেন উগান্ডার ভারোত্তোলক। জুলিয়াস সেকিতোলেকোর অদৃশ্য হওয়ার ঘটনাকে ঘিরে গেমস ভিলেজে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে জুলিয়াসের হাতে লেখা এক নোট উদ্ধার হয়েছে বলে খবর। যেখানে তিনি নাকি লিখেছেন যে এখন থেকে তিনি নাকি জাপানেই কাজ করতে চান।
৯ সদস্যের উগান্ডা অ্যাথলিটদের ওই দলটি পশ্চিম জাপানের ওসাকার ইজুমিসানোতে ঘাঁটি গেড়েছে। সেখানেই চলছে অনুশীলন। ২০ বছরের ভারোত্তোল কাউকে কিছু না জানিয়েই আচমকা সেখান থেকে অদৃশ্য হয়ে যান বলে খবর। জুলিয়াস সেকিতোলেকো কোথায় গিয়েছেন, কী তাঁর উদ্দেশ্য সে সম্পর্কে তাঁর সতীর্থরাই স্পষ্ট কিছু বলতে পারছেন না। শুক্রবার অনুশীলন না থাকায় হোটেলের ঘরেই ছিলেন উগান্ডার অ্যাথলিটরা। ইতিমধ্যে নিজের হোটেলর ঘর থেকে জুলিয়াস অদৃশ্য হন বলে জানানো হয়েছে। নিখোঁজ অ্যাথলিটের তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। উদ্বেগ বেড়েছে টোকিও অলিম্পিকের আয়োজক কমিটিরও।
উদ্বিগ্ন উগান্ডা প্রশাসনের তরফেও এই ইস্যুতে টুইট করা হয়েছে। যেখানে নিখোঁজ ভারোত্তোলকের ছবি প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে জুলিয়াস সেকিতোলেকোকে ভার তুলতে দেখা যাচ্ছে। টোকিও অলিম্পিকের উদ্যক্তাদের তরফে জানানো হয়েছে শুক্রবার গেমসে অংশ নিতে আসা উগান্ডার অ্যাথলিটদের শুক্রবার কোভিড ১৯ টেস্টের জন্য লালা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়ার আগেই জুলিয়াস নিখোঁজ হন বলে থবর।
Ugandan weightlifter Julius Sekitoleko has gone missing from his hotel near an athletic training camp with a week from the opening of the Tokyo Games.He's one of the 9 Ugandans stationed in Izumisano a town in Japan with hopes of taking part in the Tokyo Olympics.#CapitalSports pic.twitter.com/auP3bY4QOj
— Capital FM Uganda (@CapitalFMUganda) July 16, 2021
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তবে এর একটা কারণ ব্যাখ্যা করেছে উগান্ডা অলিম্পিক কমিটি। প্রাথমিকভাবে টোকিও অলিম্পিকের সঙ্গে যোগ্যতা অর্জন করলেও পরে ওই ভারোত্তোলকের কোটা বাতিল করে দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই কোচের সঙ্গে জুলিয়াসের দেশে ফিরে আসার কথা বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে হোটেলের ঘরে ওই ২০ বছরের অ্যাথলিটের নোট ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। উগান্ডা দলের বাকি সদস্যদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!