জ্বালানি তেলের দামে পুড়ছে গোটা দেশ, পাকিস্তানে পেট্রোলের দাম কত জানেন কি?

প্রতিদিনই জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে ভারতে। ১০০টাকা পেরিয়ে গিয়েছে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে পেট্রোলের দাম কত জানেন কি। দামের দৌড়ে পিছিয়ে নেই পাকিস্তান। ইমরানের দেশে পেট্রোল ১০০ পার করে এগিয়ে গিয়েছে অনেকটাই। তার সঙ্গে অন্য জিনিসের দম শুনলে চমকে উঠবেন মধ্যবিত্তরা।

১২০টাকা ছুঁই ছুঁই পেট্রোল

জ্বালানি তেলের দামে যেন ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছে পাকিস্তান। ভারতে যখন পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে অধিকাংশ শহরে। প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানে তখন পেট্রোলের দাম ১২০ টাকা ছুঁই ছুঁই। লিটার প্রতি ১১৮.০৯ টাকা করে বিক্রি হচ্ছে পেট্রো। ডিজেল সেখানে ১১৬.৫ টাকা প্রতিলিটারে পৌঁছে গিয়েছে। এই দাম বৃদ্ধি করা ছাড়া নাকি ইমরান সরকারের আর কিছু করার ছিল না সাফাই েগয়েছেন সেদেশের তথ্য এ সম্প্রচার মন্ত্রী ফওয়াদ চৌধুরী।

চিনি-ময়দার দাম আকাশ ছোঁয়া

শুধু পেট্রোল-ডিজেল নয় পাকিস্তানে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রি, চিনি, ময়দা, ঘিয়ের দাম শুনলে চমকে উঠবেন সকলে। এক ধাক্কায় ৩৫ শতাংশ দাম বেড়েছে ঘিয়ের। ১৭০ টাকার কেজি প্রতি ঘিয়ের দাম বেড়ে হয়েছে ২৬০ টাকা। এদিকে আবার ২০ কেজি আটার বস্তার দাম এক ধাক্কায় বেড়ে হয়েছে ৯৫০ টাকা। আগে ছিল ৮০০ টাকা। অর্থাৎ ১৯ শতাংশ দাম বেড়েছে। চিনির দাম কেজি প্রতি বেড়ে হয়েছে ৮৫ টাকা। আগে দাম ছিল ৬৫ টাকা। এক ধাক্কায় ২৫ শতাংশ দাম বেড়েছে।

দারিদ্র বাড়ছে পাকিস্তানে

একদিকে জ্বালানি তেলের দামবৃদ্ধি অন্যদিকে খাদ্য দ্রব্যের দামবৃদ্ধি। দুয়ের জেরে নাভিঃশ্বাস অবস্থা সাধারণ মানুষের। সেকারণেই দেখা গিয়েছে গত এক বছরে দারিদ্র বেড়েছে পাকিস্তানে। মানুষ অনেক বেশি গরিব হয়েছেন। দারিদ্র সীমা ৪.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৪ শতাংশ। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে গরিব মানুষের সংখ্যা আরও বাড়বে। কারণ করোনা আবহের কারণে অনেক মানুষেরই কাজ গিয়েছে।

ভারতেও দাম বাড়ছে জ্বালানির

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পিছিয়ে নেই ভারতও। পেট্রোলের দাম অধিকাশ শহরেই ১০০ছাড়িয়ে গিয়েছে। ডিজলের দাও বাড়ছে। ১০০ পার না করলেও ১০০-র দিকেই এগোচ্ছে দাম। ভারতেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে। কারণ পরিবহণ খরচ বেড়ে চলেছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More PETROL News  

Read more about:
English summary
Do you know petrol price of Pakistan
Story first published: Saturday, July 17, 2021, 17:05 [IST]