রাজ্যে দলবদল নিয়ে কটাক্ষ শুভেন্দুর
রাজ্যে তৃণমূলের শাসনে ৫০টি দবদলের ঘটনা ঘটেছে। অধ্যক্ষের ঘরে শুনানির শেষে বেরিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। কটাক্ষ করে তিনি বলেছেন, ভুয়ো টিকা যেমন ভারতের কোথাও পাওয়া যায় না, তেমনই একমাত্র পশ্চিমবঙ্গে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয় না।
পরবর্তী শুনানি ৩০ জুলাই
১৬ জুলাইয়ের মুকুল রায়ের দলবদল নিয়ে হওয়া শুনানিতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি ভিডিও, পেপার কাটিং, টুইটার-সহ একাধিক প্রমাণ জমা দেন, অধ্যক্ষরে কাছে। শুক্রবারের শুনানিতে তিনি যে সন্তুষ্ট হননি, তা নিয়ে মুখে কিছু না বললেও বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।
আদালতে যাওয়ার হুঁশিয়ারি
রাজ্যে বিধায়কদের দলবদল নিয়ে পূর্ব অক্ষিজ্ঞতা ভাল নয় বিজেপির। যা জেরে আইনি পথে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতা রাজ্যসভা ভোটে ক্রসভোটিং-এর পাশাপাশি গাজোলের প্রাক্তন সিপিএম বিধায়ক দিপালী বিশ্বাসের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দিপালী বিশ্বাসের বিরুদ্ধে বাম পরিষদীয় দল দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি করলেন ২৩ বার শুনানিতেও তার কোনও ফল পাওয়া যায়নি। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি বলেছেন, দলের আইনি সেলের সঙ্গে কথা বলে, তারা এব্যাপারে বিচার বিভাগের আশ্রয় নিতে পারেন।
মুকুল রায়ের প্রতিক্রিয়া
যদিও শুভেন্দু অধিকারীর সক্রিয়তাকে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূল নেতা মুকুল রায়। বিধানসভা থেকে বেরনোর পথে শুভেন্দু অধিকারীর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যে যা পারে করুক। যেখানে খুশি যাক। আইনি পথে মোকাবিলায় যে তিনি তৈরি তাও বুঝিয়ে দিয়েছেন মুকুল রায়।