শুরু থেকেই কি অলিম্পিকের থেকে আলাদা ক্রিকেট? গেমস থেকে বিছিন্ন অন্যান্য ইভেন্টগুলিই বা কী কী?

আর এক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে অলিম্পিক। টোকিওয় অনুষ্ঠিত হতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। যেখানে এবারও দেখতে পাওয়া যাবে না ক্রিকেটকে। সেখানেই প্রশ্ন জাগে যে ১৮৯৬ সাল থেকেই কি অলিম্পিকে ব্রাত্য ক্রিকেট? অলিম্পিক থেকে বিচ্ছিন্ন অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলিই বা কী কী?

অলিম্পিক ও ক্রিকেটের দূরত্ব কতদিনের

অলিম্পিক ও ক্রিকেটের বিচ্ছেদ একেবারে শুরুর থেকেই এ কথা বললে ভুল হবে। ১৯০০ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হওয়া গেমসে ক্রিকেটের একটি মাত্র ম্যাচ খেলা হয়েছিল। দুই দিনের টেস্টে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ১৫৮ রানে ওই ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। অর্ধশতরান করেছিলেন অ্যালফ্রেড বাওয়েরম্যান। সাত উইকেট নিয়েছিলেন ফ্রেডেরিক ক্রিস্টিয়ান। এরপর থেকে অলিম্পিকে আর কোনও ক্রিকেট ম্যাচ খেলা হয়নি।

তালিকায় রয়েছে গুরুত্বপূর্ণ তিন

১৯০০ থেকে ১৯২০ সাল পর্যন্ত অলিম্পিকে নিয়মিত খেলা হত দড়ি টানাটানি বা ট্যাগ অফ ওয়ার। কোনও নির্দিষ্ট কারণে তারপর থেকে ওই খেলা গেমস থেকে সরিয়ে দেওয়া হয়। ২০ বছরে এই ইভেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে গ্রেট ব্রিটেন ও আমেরিকা। ১৯০৮ সালের অলিম্পিকে ওয়াটার মোটর স্পোর্টসকে অন্তর্ভূক্ত করা হলেও তারপর আর ওই ইভেন্টের চিহ্ন পাওয়া যায়নি। একই সঙ্গে ১৯০৪ সালে অন্তর্ভূক্ত ডিস্টেন্স প্লাগিং ইভেন্টও অলিম্পিক থেকে নিজের জায়গা হারায়।

রোপ ক্লাইম্বিং সহ অন্যান্য

১৯০০, ১৯২৪, ১৯৬৮, ১৯৯২ সালের অলিম্পিকের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যুক্ত থাকা বাসকোয়ে পেলোটা বাকি সংস্করণে দেখা যায়নি। ১৮৯৬ থেকে ১৯৩২ অলিম্পিকে গর্বের সঙ্গে আসন জমিয়ে রাখা রোপ ক্লাইম্বিং ১৯৮৬ সালের গেমস ছা়ড়া আর দেখা যায়নি। ১৯০০ সালের পর থেকেই অলিম্পিকে আর অন্তর্ভূক্ত করা হয়নি ক্রোকুয়েট।

পোলো সহ অন্যান্য

১৯০০, ১৯০৮, ১৯২০, ১৯২৪, ১৯৩৬ সালের অলিম্পিকের গুরুত্বপূর্ণ অংশ ছিল পোলো। ঘোড়ার বহন খরচ বেশি থাকার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই গেমস অলিম্পিক থেকে বাতিল করা হয়। একইভাবে মেগা গেমস থেকে ল্যাকরোস, সোলো সিনক্রোনাইসড সুইমিং ইভেন্টও গেমস থেকে বাদ দেওয়া হয়েছে।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Was cricket not part of the from the beginning of Olympics?
Story first published: Saturday, July 17, 2021, 19:55 [IST]