কুশল ও বিনুরা ছিটকে যাওয়ায় সমস্যায় শ্রীলঙ্কা, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সারির টপ অর্ডার

দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় পাঁচদিন পিছিয়ে গিয়েছে একদিনের আন্তর্জাতিক সিরিজ। কলম্বোয় রবিবার প্রথম ওয়ান ডে-তে শিখর ধাওয়ানের ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। তার আগে চোটের ধাক্কায় ছিটকে গেলেন প্রথম একাদশের দুই ক্রিকেটার।

কুশল পেরেরার জায়গায় ভারতের বিরুদ্ধে সিরিজে অধিনায়ক হচ্ছেন দাসুন শনকা। রবিবার সিরিজ শুরু হলেও এই প্রতিবেদন লেখা অবধিও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা। এদিন দুপুরে টুইট করে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়েছে, কুশল পেরেরার কাঁধে চোট রয়েছে। সে কারণে তিনি ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি ২০ সিরিজ খেলতে পারবেন না। অনুশীলন করার সময়ই শোল্ডার স্প্রেইনের কারণে তিনি ছিটকে গেলেন। গতকাল অনুশীলনে বাঁ পায়ের গোড়ালিতে চোট (যাকে লিগামেন্ট স্প্রেইন বলা হচ্ছে) পেয়ে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দোও। তিনি একদিনের সিরিজ খেলতে পারবেন না। টি ২০ সিরিজেও তিনি কুশলের মতো ছিটকে যাবেন কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে।

জানা গিয়েছে, কুশল পেরেরার যে চোট রয়েছে তাতে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তবে কুশল পেরেরার না থাকা শ্রীলঙ্কার টপ অর্ডারে প্রভাব ফেলতে চলেছে। ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙায় উইকেটকিপার নিরোশন ডিকওয়েলা-সহ প্রথম একাদশের তিন ক্রিকেটার নির্বাসিত রয়েছেন। ফলে কুশলেরই উইকেটকিপিং করার কথাও ছিল। কুশল মেন্ডিস ও দানুষ্কা গুণতিলকাও নির্বাসনে। ফলে কুশল পেরেরাও ছিটকে যাওয়ায় ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সারির টপ অর্ডার নামাতে বাধ্য হবে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিরুদ্ধে ১২২ বলে ১২০ করেছিলেন কুশল। সম্প্রতি তিনি চেনা ছন্দে না থাকলেও শ্রীলঙ্কার যে তিনজন ইংল্যান্ড সফরে হাফ সেঞ্চুরি করেছিলেন তাঁদের মধ্যে একজন শ্রীলঙ্কার সদ্যপ্রাক্তন অধিনায়ক।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More INDIAN CRICKET TEAM News  

Read more about:
English summary
Sri Lanka's Kushal Perera And Binura Fernando Ruled Out Of Series Against India. Sri Lanka Will Face Indian Challenge In Colombo On Sunday.
Story first published: Friday, July 16, 2021, 14:47 [IST]