শাকিবের নজির গড়ার ম্যাচে দুরন্ত বোলিংয়ে চূর্ণ জিম্বাবোয়ে, শতরান লিটনের

হারারেতে জিম্বাবোয়েকে প্রথম একদিনের আন্তর্জাতিকে চূর্ণ করল বাংলাদেশ। এই ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে মাশরাফি মোর্তাজাকে টপকে একদিনের আন্তর্জাতিকেও সর্বাধিক উইকেটশিকারী হওয়ার নজির গড়লেন শাকিব আল হাসান।

শাকিবের রেকর্ড

এদিনের ম্যাচে ব্রেন্ডন টেলরকে আউট করার সঙ্গে সঙ্গেই মাশরাফির রেকর্ড টপকে যান শাকিব। মাশরাফির উইকেট সংখ্যা ছিল ২৬৯। আজকের ম্যাচের পর ২১৩টি ম্যাচ খেলে শাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ২৭৪টি। এর পাশাপাশি ব্যাট হাতে ৬.৪৭৪ রান রয়েছে শাকিবের। তবে এই প্রথম একদিনের আন্তর্জাতিকে দেশের হয়ে সর্বাধিক উইকেটশিকারী হলেন না তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে শাকিব এই নজির গড়েছিলেন। যদিও পরে মোর্তাজা ফের শাকিবকে টপকে যান। ২০২০ সালে দেশের হয়ে শেষ খেলেছেন মোর্তাজা। ফলে এবারের রেকর্ড শাকিবের দখলেই থাকবে। আজকের ম্যাচে ৯.৫ ওভারে ৩টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন শাকিব।

তিন ফরম্যাটেই সেরা

শাকিব আল হাসান বাংলাদেশের তিন ফরম্যাটেই এখন সর্বাধিক উইকেটশিকারী। টেস্টে ২১০টি এবং টি ২০-তে তাঁর ৯২টি উইকেট রয়েছে। টি ২০ ক্রিকেটে উইকেটশিকারীদের তালিকায় ৩৬২টি উইকেটের মালিক শাকিব রয়েছেন ষষ্ঠ স্থানে। সনৎ জয়সূর্য, শাহিদ আফ্রিদি ও জ্যাক কালিসের পর শাকিবই একদিনের আন্তর্জাতিকে একমাত্র অলরাউন্ডার যাঁর ৬ হাজারের উপর রান ও ২৭০-এর উপর উইকেট রয়েছে। টি ২০-তে ৫ হাজারের উপর রান ও ৩০০ উইকেট নেওয়ার নিরিখে প্রথম তিন অলরাউন্ডারের একজন শাকিব, টি ২০-তে তাঁর ৫০টি ক্যাচ রয়েছে।

লিটনের শতরান

আজ হারারেতে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ। ১১৪ বলে ৮টি চারের সাহায্যে ১০২ রান করেন ম্যাচের সেরা লিটন দাস। আফিফ হোসেন ৪৫ ও মাহমুদুল্লাহ ৩৩ রান করেন। লুক জঙ্গওয়ে তিন উইকেট নেন। জবাবে খেলতে নেমে ২৮.৫ ওভারেই ১২১ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ১৫৫ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More BANGLADESH News  

Read more about:
English summary
Bangladesh Beat Zimbabwe As Shakib Becomes Bangladesh's Leading Wicket-Taker In ODIs. Liton Das Scores Century In Harare.
Story first published: Friday, July 16, 2021, 23:18 [IST]