সোনার দাম
সোনার দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দাঁড়িয়েছে ১০ গ্রামে ৪৮,৩১৭ টাকা। অগাস্টের সোনার দাম ০.১৭ শতাংশ নেমেছে এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে। এদিকে, দেখা যাচ্ছে জুনে ভারতের সার্বিক সোনার গয়না ও মহামূল্য পাথরের রপ্তানি ৯২.৩ শতাংশ বেড়েছে। যা নিঃসন্দেহে বড় ঘটনা। এদিকে , সোনার বাজারের দর চাঙ্গা হতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল শোরগোল। তবে এদিন অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্ট খানিকটা নিম্নমুখী।
রুপোর দাম
সেপ্টেম্বরে সিলভার ফিউচার বেড়েছে ১ কেজিতে ০.২১ শতাংশ। ১ কেজিতে এই রুপোর দাম হয়েছে ৬৯,৮২৪ টাকা। স্পট গোল্ড অনেকটাই উর্ধ্বমুখী। চতুর্থ সপ্তাহে স্পট গোল্ডের দাম অনেকটাই বেড়ে গিয়েছে।
কলকাতায় সোনার দাম
কলকাতায় আজ সোনার দাম ২৪ ক্যারেটে ১০ গ্রামে ৪৯,২০০ টাকা। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭০০ টাকা হয়েছে শহর কলকাতায়। হলমার্কের সোনার দাম ১০ গ্রামে ৪৭,৪০০ টাকা হয়েছে।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৬৬০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,৮১০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৭,৪০০ টাকা, ২৪ ক্যারেটে দাম সোনার দাম ৫১,৭০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৩৫০ টাকা।
(তথ্যসূত্র গুড রিটার্নস)