কোভিড–১৯ তৃতীয় ওয়েভ
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যুগ্ম সচিব (স্বাস্থ্য) লভ আগরওয়াল জানিয়েছেন যে দেশের মানুষের আচরণ ও টিকাকরণের পরিসংখ্যানের ওপর নির্ভর করছে কোভিড-১৯-এর তৃতীয় ওয়েভের আগমন। প্রসঙ্গত, এ বছরের এপ্রিল-মে মাসে দেশে মারাত্মক দ্বিতীয় করোনা ওয়েভের মহামারি দেখা গিয়েছিল, যার জেরে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং মেডিক্যাল অক্সিজেনের তীব্র অভাব দেখা দেয় দেশজুড়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে কোভিডের আরও একটি ওয়েভ দেশে অগাস্ট বা অক্টোবরে আছড়ে পড়তে পারে এবং এইবার তা শিশুদের ওপর বেশি করে প্রভাব ফেলবে।
মাস্কের ব্যবহার হ্রাস
দ্বিতীয় করোনা ওয়েভ একাধিক রাজ্যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি করে। তবে করোনা কেস কমতে থাকার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞাও শিথিল হতে শুরু করে দেয়, এমনকী কোভিডের যথাযথ নিয়মও লঙ্ঘন করার একাধিক প্রমাণ দেখা যায় দেশে। আগরওয়াল জানিয়েছেন যে দেশে যত নিষেধাজ্ঞা শিথিল হয়েছে ততই মানুষের মাস্ক পরার প্রবণতা কমতে দেখা গিয়েছে। তিনি বলেন, ‘আমাদের জীবনে মাস্ক পরার ব্যবহারকে নিউ নর্মালের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।' মার্চ থেকে এপ্রিলের মধ্যে মাস্ক পরার প্রবণতা বাড়ে এবং তা শিখরে পৌঁছায় মে মাসে, এই সময় দেশে দ্বিতীয় করোনা ওয়েভও শিখরে ছিল। কিন্তু জুন-জুলাই মাসে করোনা কেস যখনই হ্রাস পেতে শুরু করে ঠিক তখনই মাস্ক ব্যবহারও কমতে থাকে। সরকারের ধারণা, মাস্ক ব্যবহার ক্রমশঃ কমতে দেখা দেবে অগাস্ট ও সেপ্টেম্বরেও।
ছুটি কাটাতে বেড়িয়ে পড়েছেন মানুষ
নিষেধাজ্ঞা শিথিলের পর অনেক মানুষই ভিড় জমাচ্ছেন পাহাড়ি এলাকাগুলিতে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এ ধরনের আচরণের বিরুদ্ধে সতর্কতা জারি করেছেন। লভ আগরওয়াল বলেন, ‘১৫ জুলাইয়ের সপ্তাহ শেষের আগেই ভারতের ৪৭টি জেলায় ১০ শতাংশের বেশি পজিটিভ কেস রয়েছে। মহামারি শেষ হতে এখনও অনেক দিন বাকি, বিশ্বে করোনার কেস বাড়ছে, ভারত এখনও দ্বিতীয় করোনা ওয়েভ মহামারিতে রয়েছে।'
১০০–১২৫ দিন গুরুতর
নীতি আয়োগের সদস্য ডাঃ ভিকে পল বলেন, ‘আমাদের করোনা কেস খুব ধীরগতিতে কমছে, এটা সতর্কতার ইঙ্গিত। পরবর্তী ১০০ থেকে ১২৫ দিন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।' প্রসঙ্গত, উদ্বেগ বাড়িয়ে আইসিএমআর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, অগাস্টের শেষেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ওয়েভ। তবে আশা করছি করোনার তৃতীয় ওয়েভ দ্বিতীয় ওয়েভের মতো ভয়াবহ হবে না। কিন্তু গোটা দেশেই আছড়ে পড়বে তা।
হু–এর আশঙ্কা
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস জানান, বর্তমানে বিশ্বের একাধিক দেশ কোভিড তৃতীয় ওয়েভ-এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রেডস জানান, করোনা ভাইরাসের ক্রমাগত মিউটেশন হচ্ছে। ফলে প্রতিনিয়ত আরও সংক্রমক ভ্যারিয়ান্ট তৈরি হচ্ছে।