টোকিও অলিম্পিকে নামার সিদ্ধান্ত জকোভিচের, সোনা জিতলেই নয়া নজিরের হাতছানি

রজার ফেডেরার, রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েম, স্টান ওয়াওরিঙ্কা, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপদের মতো একঝাঁক টেনিস তারকা টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোয় জৌলুস কমেছে অনেকটাই। তবে কিছুটা মুখরক্ষা হতে চলেছে পুরুষ ও মহিলাদের মধ্যে বিশ্বের ১ নম্বর তারকারা টোকিও অলিম্পিকে নামার সিদ্ধান্ত নেওয়ায়।

মহিলা সিঙ্গলসে বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি উইম্বলডন খেতাব জয়ের পরেই জানিয়ে দিয়েছিলেন তিনি টোকিওতে নামবেন সোনা জয়ের লক্ষ্যে। নোভাক জকোভিচ উইম্বলডন জয়ের পরেও জানিয়েছিলেন টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। মনে করা হচ্ছিল, টোকিও অলিম্পিক দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলে জকোভিচ হয়তো মোটিভেশনের অভাবে সরেও দাঁড়াতে পারেন। কিন্তু জল্পনা থামিয়ে জকোভিচ জানিয়ে দিলেন তিনি টোকিও অলিম্পিকে নামবেন।

🃏 @DjokerNole is looking to continue his fine form into #Tokyo2020 after winning three Grand Slams in 2021 🔥

The world No.1 won bronze at Beijing 2008 and is looking to add to his collection 👏#UnitedByEmotion | #StrongerTogether | @OKSrbijehttps://t.co/89PTrcXgua

— #Tokyo2020 (@Tokyo2020) July 16, 2021

নোভাক জকোভিচ ২০০৮ সালের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। ৩৪ বছরের সার্বিয়ান জকোভিচ টুইটে লিখেছেন, টোকিওতে আমাদের দেশের ক্রীড়াবিদদের সঙ্গে পদক জয়ের লড়াইয়ে থাকতে পেরে আমি গর্বিত। টোকিও যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশের হয়ে খেলতে নামা সব সময়ই আমাকে আনন্দ দেয় ও প্রেরণা জোগায়। সবাইকে খুশি করতে আমিও নিজের সেরাটা দিতে প্রস্তুত।

Cannot disappoint my little friend Koujirou. I booked my flight for Tokyo and will proudly be joining #TeamSerbia for the Olympics. 🇷🇸 pic.twitter.com/23TmSdvc4x

— Novak Djokovic (@DjokerNole) July 15, 2021

অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন খেতাব জিতে ইতিমধ্যেই চলতি মরশুমে তিনটি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন জকোভিচ স্পর্শ করেছেন রজার ফেডেরার ও রাফায়েল নাদালের ২০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়ের রেকর্ড। যে ফর্মে রয়েছেন তাতে ইউএস ওপেন জয়ের সম্ভাবনাও রয়েছে বিশ্বের এক নম্বর জোকারের। একই বছরে অলিম্পিকে সোনা ও চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের রেকর্ড কোনও পুরুষ টেনিস খেলোয়াড়েরই নেই। ফলে টোকিওতে সোনা জিতলে সেই রেকর্ডের দিকেও পা বাড়াবেন জকোভিচ। একমাত্র স্টেফি গ্রাফ ১৯৮৮ সালে এই নজির গড়েছিলেন।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More NOVAK DJOKOVIC News  

Read more about:
English summary
Novak Djokovic Confirms That He Will Participate In Tokyo Olympics. He Has Won All The Three Grand Slams In This Year.