পুরুষ বক্সাররা
পুরুষদের ৫২ কেজি বিভাগে শীর্ষ বাছাই হিসেবে রিংয়ে নামবেন অমিত পঙ্ঘল। তিনি ছাড়াও টোকিওতে আর যে চারজন পুরুষ বক্সার ভারতের প্রতিনিধিত্ব করবেন তাঁরা হলেন মণীশ কৌশিক (৬৩ কেজি), বিকাশ কৃষ্ণন যাদব (৬৯ কেজি), আশিস কুমার (৭৫ কেজি) ও সতীশ কুমার (+৯১ কেজি)। ভারতীয় বক্সাররা ইতালিতে অনুশীলন সারছিলেন। সেখান থেকেই সোজা তাঁরা টোকিওতে যাবেন।
মহিলা বক্সাররা
মহিলা বক্সিংয়ে ভারতের পদক জয়ের সবচেয়ে বড় দাবিদার হলেন ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন এমসি মেরি কম। তিনি নামবেন ৫১ কেজি বিভাগে। সিমরনজিৎ কৌর নামবেন ৬০ কেজি বিভাগে, লাভলিনা বোরগোঁহাই ৬৯ কেজি বিভাগে এবং পূজা রানি ৭৫ কেজি বিভাগে রিংয়ে নামবেন।
অলিম্পিক বক্সিংয়ে ভারত
১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে প্রথম ভারতীয় বক্সাররা রিংয়ে নেমেছিলেন। ২০০৮ সালে বিজেন্দ্র সিং ৭৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন, দেশের প্রথম বক্সার হিসেবে এটিই অলিম্পিকে প্রথম পদক। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মহিলাদের ফ্লাইওয়েট ৫১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ম্যাগনিফিশেন্ট মেরি। বিজেন্দ্র সিং সেবার কোয়ার্টার ফাইনালে হেরে না গেলে ভারতের আরও একটি পদক আসতে পারত। ২০১৬ সালের রিও অলিম্পিকেও বিকাশ কৃষ্ণন যাদব কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারেননি। তবে এবার অমিত, মেরি, সিমরনজিৎ, বিকাশ, পূজা রানিদের ফর্ম ভারতের পদক জয়ের সম্ভাবনা জোরালো করেছে।
খেলা কবে কখন
২৪ জুলাই ভারতীয় বক্সাররা অলিম্পিক অভিযান শুরু করবেন। ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় মহিলাদের ওয়াল্টারওয়েটে রাউন্ড অব ৩২-র বাউটে নামবেন লাভলিনা বরগোঁহাই। একই সময়ে পুরুষদের ওয়াল্টারওয়েটে রিংয়ে নামবেন বিকাশ কৃষ্ণন যাদব। ওইদিন ভারতীয় সময় বেলা দেড়টায় সুপার হেভিওয়েটে রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে নামবেন সতীশ কুমার। ২৫ জুলাই সকাল সাড়ে ৭টায় মহিলাদের ফ্লাইওয়েটে রাউন্ড অব ৩২-এর লড়াই দিয়ে অলিম্পিক অভিযান শুরু করবেন মেরি কম। একই সময়ে রিংয়ে নামবে পূজা রানি, মহিলাদের মিডলওয়েট বিভাগে। সকাল সাড়ে ৭টাতেই পুরুষদের লাইটওয়েটে রাউন্ড অব ৩২-এর ম্যাচে নামবেন মণীশ কৌশিক। ২৬ জুলাই ভারতীয় সময় সকাল সাড়ে ৭টাতেই ফ্লাইওয়েট ও মিডলওয়েটের রাউন্ড অব সিক্সটিনের বাউট দিয়ে অলিম্পিক অভিযান শুরু করবেন যথাক্রমে অমিত পঙ্ঘল ও আশিস কুমার। ২৭ জুলাই সকাল সাড়ে ৭টায় লাইটওয়েটে রিংয়ে নামবেন সিমরনজিৎ কৌর, শেষ ১৬-তে পৌঁছানোর লক্ষ্য নিয়ে। এরপর ২৮ জুলাই থেকে বক্সিংয়ের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রাউন্ড, যেমন- রাউন্ড অব সিক্সটিন, ফাইনাল রাউন্ড, মেডেল ম্যাচ চলবে ৮ অগাস্ট পর্যন্ত।