'অগাস্ট-সেপ্টেম্বর নাগাদ মাস্কের ব্যবহার নিম্নমুখী হবে', গ্রাফ তুলে ধরে সতর্ক করল কেন্দ্র

মাস্কের ব্যবহার ক্রমেই নামতে শুরু করে দিয়েছে দেশে। এই বিষয়ে কড়া বার্তা দিয়ে সতর্ক করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল এক প্রেসকন্ফারেন্সে একটি সাম্প্রতিক সমীক্ষার ফল তুলে ধরে একাধিক বক্তব্য রাখেন। সেখানেই তিনি দেশে ২০২১ সালে করোনা রুখতে মাস্কের ব্যবহার ও মানুষের সচেতনতার অবস্থা নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। একনজরে দেখা যাক তিনি কী বলেন।

দ্বিতীয় স্রোতের সময় মাস্কের ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছিল

লাভ আগরওয়াল এদিন সাফ জানান যে, করোনার দ্বিতীয় স্রোতের সময় মে মাস নাগাদ মাস্কের ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছিল। তিনি জানান, সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে মাস্কের ব্যবহার মার্চ থেকে এপ্রিলের মধ্যে বাড়তে শুরু করেছিল। প্রসঙ্গত, সেই সময়ই আসে করোনার দ্বিতীয় স্রোত।

উদাসিনতা চরমে!

দেখা যাচ্ছে যে , করোনা পরিস্থিতিতে দ্বিতীয় স্রোত একটু হালকা হতেই মানুষজন করোনা বিধি শিকেয়ে তুলেছেন। সাম্প্রতিককালে পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের মাস্ক খুলে জনসমাগমের ছবি ঘিরে তোলপাড় হয় দেশ। কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এরপরই এদিন কেন্দ্রের তরফে আসে কড়া বার্তা।

গ্রাফ তুলে ধরে সতর্কবার্তা

এদিন সাম্প্রতিক সমীক্ষায় উঠে আসা গ্রাফ দেখিয়ে লাভ আগরওয়াল জানান যে, আগামীদিনে অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে মাস্ক ব্যবহারকারীর সংখ্যায় কমতি দেখা যেতে পারে। তিনি জানান সমীক্ষা বলছে যে, হু হু করে কমছে মাস্ক ব্যবহারের সংখ্যা। যে মাস্ক কার্যত করোনার বিরুদ্ধে প্রধান অস্ত্র। গ্রাফ বলছে, অগাস্ট ছেকে সেপ্টেম্বরে করোনার তৃতীয় স্রোত আসতে পারে ভারতে। আর সেই সময় মাস্কের এমন ব্যবহারে সমস্যা তৈরি হতে পারেবরে দাবি করছে সমীক্ষা। আর সেই বিষয়েই সতর্ক করেন লাভ রঞ্জন।

করোনা পরিস্থিতি ভাবাচ্ছে!

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে গোটা দেশ উদ্বেগে। এরই মাঝে মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। তিনি জানান এই ছয় রাজ্যে হু হু করে করোনার বাড়-বাড়ন্ত বেশ ঝুঁকিপূর্ণ ঘটনা। এই পরিস্থিতি দ্বিতীয় স্রোতের আগেও তৈরি হয়েছিল বলে , সতর্ক করেন প্রধানমন্ত্রী। এদিন মোদী কেরল নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। প্রসঙ্গত, কেরলে করোনার সঙঅগেমারণ উপদ্রব চালাচ্ছে জিকা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CENTRE News  

Read more about:
English summary
Govt warns of usage of masks by stating a projection, talks about August and September