ডেল্টার কোপে সংক্রমণ বাড়ছে কয়েকটি দেশে

ঝড়ের বেগে বাড়ছে করোনা সংক্রমণ, সেই তুলনায় ভ্যাকসিনের যোগান নেই। এই কারণেই দক্ষিণ এশিয়ায় কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনার নতুন ত্রিপল মিউটেন্ট ডেল্টা স্ট্রেন।

দক্ষিন এশিয়ায় সংক্রমণ উর্ধ্বমুখী

দক্ষিণ এশিয়ার জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুন। সম্প্রতি এই অঞ্চলে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। গত সপ্তাহে আক্রান্ত সংখ্যা বেড়েছে প্রায় ৪১ শতাংশ৷ ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী প্রায় ৫ লক্ষ মানুষ নতুনভাবে এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর পরিমাণও বেড়েছে ৩৯ শতাংশ৷ এর পাশাপাশি সমস্যা রয়েছে টিকাকরণ নিয়েও। যেখানে ইউরোপের একাধিক অঞ্চলে অর্ধেকের বেশি জনসংখ্যার টিকাকরণ সম্পন্ন হয়েছে সেখানে দক্ষিণ এশিয়ায় এর পরিমাণ মাত্র ৯ শতাংশ।

ব্যাতিক্রম সিঙ্গাপুর

করোনার দ্বিতীয় ঢেউতে স্তব্ধ থাকার পর ফের গড়াতে শুরু করেছে বিশ্ব অর্থনীতির চাকা। এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার এরূপ সংক্রমণ হার কপালে ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের। ব্যতিক্রম শুধু সিঙ্গাপুর। সেখানে দ্রুত হারে গণটিকাকরণ এবং সীমান্ত বন্ধ করে রাখার জন্য রুখে দেওয়া যাচ্ছে সংক্রমণ।

কী এই ডেল্টা স্ট্রেন?

B.1.617.2 করোনার এই ট্রিপল মিউটেন্ট স্ট্রেন খুবই সংক্রামক৷ পাশাপাশি অন্য কোভিড স্ট্রেনগুলো থেকে মারণ ক্ষমতাও বেশি। WHO একটি গবেষণায় লব্ধ তথ্য প্রকাশ করে জানিয়েছে অনেকক্ষেত্রে ভ্যাকসিনের তৈরি সুরক্ষা বলয়ও ভাঙতে সক্ষম হচ্ছে ডেল্টা স্ট্রেন।

আমেরিকাতেও বাড়ছে সংক্রমন

গত জুনে ১১ হাজারে সংক্রমন নেমে গিয়েছিল আমেরিকাতে৷ জুলাইয়ের ১৩ তারিখে তা আবার বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজ ৬০০ তে। করোনএই দ্বিগুন বৃদ্ধির জন্য করোনার ডেল্টা স্ট্রেনকেই দায়ী করছেন দেশটির বিজ্ঞানীরা।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Delta effect, infections are on the rise in some of these countries
Story first published: Friday, July 16, 2021, 15:55 [IST]