মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, দুপুরেই পরেই মিলবে রেজাল্ট

মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০ টার সময় এই পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে। গত কয়েকদিন ধরে উদ্বেগ বাড়ছিল অভিভাবকদের। তবে এই ঘোষণাতে কিছুটা হলেও কাটল উদ্বেগ।

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ চলতি মাসের ২২ তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। আর তার আগে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। এবার করোনার কারনে বাতিল করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা করা হয়েছে।

বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে এবার নাম দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সেই মূল্যায়ন পদ্ধতিতে এবার ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশিত হতে চলেছে। ফলাফল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এবার বেলা তিনটের পর থেকে স্কুল থেকে পাওয়া যাবে মার্কশিট।

তবে এবার যেহেতু নয়া মূল্যায়ন পদ্ধতিতে এবার ফলাফল প্রকাশ হতে চলেছে সেহেতু কোনও মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। তবে এবার অ্যাডমিট কার্ড নিয়ে বড়সড় পদক্ষেপের কথা বলা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের কথা অনুযায়ী এবার রেজাল্টের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।

করোনা পরিস্থিতিতে এবার আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। রেজাল্টের সঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেই মতো তাই দেওয়া হবে। প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী রয়েছে। যাদের মঙ্গলবার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে।

তবে এবার যে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে তা হল ৫০-৫০ শতাংশের ভিত্তিতে। অর্থাৎ ৫০ শতাংশ নম্বর নেওয়া হবে নবম শ্রেনির ফাইনাল পরীক্ষা থেকে আবার ৫০ শতাংশ নম্বর দেওয়া হবে দশম শ্রেনির ক্লাস টেস্টের নম্বরের ভিত্তিতে।

অন্যদিকে আগামী ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। বিকেল ৩টের পর আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল প্রকাশ হতে চলেছে। তবে রেজাল্ট হাতে পাওয়া যাবে পরের দিন। স্কুল থেকে গিয়ে নিয়ে আসতে এই রেজাল্ট।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RESULT News  

Read more about:
English summary
WB Madhyamik Result 2021 Date West Bengal Board 10th Result, Marks