মধ্যপ্রদেশের বিদিশার গঞ্জ বসোরা এলাকায় এক কুয়োতে পড়ে যায় এক বালিকা। তাকে উদ্ধার করতে গিয়ে ওই কুয়োর মধ্যেই ৩০ জন হুড়মুড়িয়ে পড়ে যান। এরপর ১৫ জনকে উদ্ধার করা গেলেও, ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মধ্যপ্রদেশের বুকে এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
(প্রতীকী ছবি)
স্থানীয়দের দাবি ৫০ ফুট গভীর কুয়োটিতে ২০ ফুটের মতো জলের গভীরতা ছিল। জেলা হেড কোয়ার্টার থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা বিদিশার গঞ্জ বসোরা। সেখানে কুয়োর মধ্যে পড়ে যাওয়া এক মেয়েকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো তোলপাড় কাণ্ড শুরু হয়। এখনও পর্যন্ত খবর ১৩ জন সেখানে নিখোঁজ রয়েছে। জানা গিয়েছে এই দুর্ঘটনার খবর স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে যেতেই সেখানে চলে যায় পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ, অপারেশন। গভীর কুয়োতে এনডিআরএফ ও এসডিআরএফ নামে উদ্ধার কাজে।
গোটা পরিস্থিতির দিকে শিবরাজ সরকার নজর রাখছে বলে জানিয়েছেন মন্ত্রী বিশ্বাস সারাং। তবে এখনও পর্যন্ত হতাহতের আসল সংখ্যা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। গোটা উদ্ধার কাজ পর্ব শেষ হলে জানা যাবে ঘটনা প্রবাহ। জানা গিয়েছে গতকাল সন্ধ্যে নাগাদ ওই বালিকা কুয়োটিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গ্রামের ৩০ জন গভীর কুয়োতে ঝাঁপ দেন। গোটা গ্রাম জুড়ে পড়ে যায় হইচই।
জানা যাচ্ছে কুয়োর ভিতরে কিছু ধ্বংসাবশেষ রয়েছে। আর তার ফাঁদের মধ্যেই ওই উদ্ধারকারী গ্রামবাসীরা আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়োর ভিতরের কিছু অংশ ভেঙে তাঁরা চাপা পড়ে যেতে পারেন। এখনও পর্যন্ত ১১ টি ট্র্যাক্টর ঘটনাস্যথলে পৌঁছে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!