রাজ্যসভায় দীনেশের আসনে নির্বাচন ঘোষণা, ৯ অগস্ট ভোটাভুটি জানাল কমিশন

রাজ্য সভায় দীনেশ ত্রিবেদীর আসনের নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৯ অগস্ট দীনেশের আসনে ভোটাভুটি হবে বলে ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে হঠাৎ করে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

রাজ্য সভায় দীনেশের আসনে খালি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। অনেকটা অপ্রত্যাশিত ভাবেই রাজ্যসভার অধিবেশনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করেন। এবং সেখানেই স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

বিজেপিতে যোগ দীনেশের

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দীনেশ ত্রিবেদী। একুশের ভোটের আগে বিজেপির প্রচার মঞ্চে দেখাও গিয়েছিল তাঁেক। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়েছিলেন িতনি। দীনেশ ত্রিবেদী অভিযোগ করেছিলেন রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেস নেত্রীকে অনেকবার িতনি বলার চেষ্টা করেছেন কিন্তু তাঁর কথা শোনা হয়নি। সেকারণেই মোদীর সুশাসনে আস্থা রেখে তিনি বিজেপিতে যোগ দেন।

ভোট ঘোষণা

বাদল অধিবেশন শুরুর আগেই রাজ্যসভায় দীনেশের আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। বিবৃতি দিয়ে জানানো হয়েছে ৯ অগাস্ট দীনেশের আসনে ভোটাভুটি নেওয়া হবে। এই কেন্দ্রে কাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক ব্যক্তির নাম উঠে আসছে সেই তালিকায়। কয়েকদিন আগেই সৌরভের বাড়িতে মমতার যাওয়া নিয়ে জল্পনা শুরু করেছিল বিজেপি। দিলীপ ঘোষ দাবি করেছিলেন সৌরভকে রাজ্যসভার সাংসদ করতে চান মমতা সেকারণেই তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। আবার উঠে আসছে যশবন্ত সিনহার নামও।

উপনির্বাচন নিয়ে দরবার

গতকাল উপনির্বাচন নিয়ে দরবার করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়,ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদাররা গিয়েছিলেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কমিশন তাঁদের নিরাশ করেননি বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More DINESH TRIVEDI News  

Read more about:
English summary
Election commission announce by election on Rajyasabha on the seat of Dinesh Trivedi