মনোজ টিগ্গার জায়গায় এলেন মদন মিত্র, বিজেপির ছেড়ে যাওয়া কমিটির ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা

মুকুল রায়কে পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করায় প্রবল আপত্তি জানিয়েছিল বিজেপি। প্রতিবাদে ৮ বিজেপি চেয়ারম্যান পদত্যাগ করেন। কিন্তু তৃণমূল কংগ্রেস অনড় রয়েছে সিদ্ধান্তে। শেষে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায় ৮ জন নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন।

নতুন ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা

সাংবাদিক বৈঠক করে বিজেপির ছেড়ে যাওয়া কমিটির ৮ চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাতে মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়কে বসানো হয়েছে। মনোজ টিগ্গার জায়গায় বসেছেন মদন মিত্র। নিখিল রঞ্জন দের জায়গায় রুকবানুর রহমানকে। নন্দময় বর্মনের জায়গায় হুমায়ুন কবীর, অশোক কীর্তনীয়ার জায়গায় চেয়ারম্যান করা হয়েছে পান্নালাল হালদারকে। দীপক বর্মনের জায়গায় অশোক চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা হয়েছে। কৃষ্ণ কল্যাণীর জায়গায় আবদুল খালেক মোল্লাকে আর বিষ্ণু প্রসাদ দের জায়গায় তপন দাশগুপ্ত চেয়ারম্যান পদে বসানো হয়েছে।

মুকুলের আপত্তি বিজেপির

বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়েই তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। তারপরে আবার তৃণমূল কংগ্রেস তাঁকে পিএসির চেয়ারম্যান নির্বাচিত করে। তাতেই প্রবল আপত্তি জানিয়ে বিজেপির ৮ জন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। প্রবল বিরোধিতা করে বিজেপি বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেছিল বিধানসভা।

মুকুল রায়ের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবেদনের শুনানি ছিল আজ। তাতে বিধানসভার অধ্যক্ষ মামলার শুনানি ৩০ জুলাই পিছিয়ে দিয়েছেন।

আদালতে বিজেপি

এদিকে দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবি জানিয়ে আদালতে যাচ্ছে বিজেপি । সেখানে মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ দিতে চলেছে বিজেপি। মুকুল রায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে। মুকুল রায়ের দলবদলের অডিও এবং ভিডিও টেপও প্রমাণ হিসেবে আদালতে জমা দিতে চলেছে বিজেপি।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More MUKUL ROY News  

Read more about:
English summary
TMC announce 8 chairman's name after BJP leave the post in proest of Mukul Roy as PAC chairman