দলীয় কর্মীদের বার্তা রাহুলের
মাঝে মাঝেই অদ্ভুত সব মন্তব্য করার জন্য বিখ্যাত রাহুল গান্ধী৷ তাঁর বক্তব্যকে সামনে রেখে হাজারে হাজারে মিম ও মজার ছবি পোস্ট হয় সোশ্যাল মিডিয়াতে। বিজেপিও রাহুলের বক্তব্য নিয়ে মজা করতে ছাড়ে না। তবে এবারে মজার ছলে নয়, বরং কঠিন স্বরেই দলের নীতি স্পষ্ট করলেন রাহুল৷ সোশ্যাল মিডিয়াতে দলের কর্মীদের সঙ্গে একটি লাইভে উপস্থিত ছিলেন কংগ্রেসের যুবরাজ৷ সেখানে তিনি বলেন দলের কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন।
কী বলেছেন রাহুল?
সোশ্যাল মিডিয়াতে আয়োজিত কংগ্রেসের দলীয় অনুষ্টানটিতে রাহুল বলেন, এমন অনেক সাহসী মানুষ রয়েছেন যারা এখনও কংগ্রেসে আসেননি৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করে দলে আনার ব্যবস্থা করতে হবে৷ পাশাপাশি দলে থেকেও যারা বিজেপিকে ভয় পায় তাদের জন্য দরজা খোলা রয়েছে৷ রাহুলের এই বক্তব্য খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যদিও বিজেপির তরফে এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি৷
বিজেপি ফেক নিউজ ছড়ায়!
রাহুল আরও বলেন, একজন কংগ্রেস কার্যকর্তার কখনও বিজেপির ফেক নিউজে ভয় পাওয়ার দরকার নেই৷ কারণ মেদী যখন বলেন যোনগীরাজ্যে সবচেয়ে ভালোভাবে করোনা নিয়ন্ত্রণের কাজ হয়েছে তখন মানুষ তা বিশ্বাস করে না৷ মানুষ এসব কথা শুনে হাসে৷ মাবুষ ফেক নিউজে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে৷
পঞ্জাব কংগ্রেসে বিরোধ!
রাহুল এমন এক সময় এই কথাগুলো বলছেন যখন অর্ন্তদ্বন্দে জর্জরিত পঞ্জাব বিজেপি। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং নভোজিৎ সিং সিধুর বিরোধ কংগ্রেসকে চাপে রাখছে৷ যদিও সম্প্রতি দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন সিধু। তাঁকে পঞ্জাবে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে দল। অন্যদিকে একটি তিনজনের কমিটি তৈরি হয়েছে সিধু-অমরিন্দরের বিরোধ মেটানোর জন্য।