বিজেপিকে ভয় পেলে কংগ্রেসে থাকার দরকার নেই, বললেন রাহুল গান্ধী

দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধী৷ সেখানেই এক পর্বে রাহুল বলেন, 'যারা বিজেপির আদর্শকে ভয় পায় কংগ্রেসে তাদের কোনও জায়গা নেই!' রাহুলের এই বক্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে কংগ্রেসের অভ্যন্তরেই।

দলীয় কর্মীদের বার্তা রাহুলের

মাঝে মাঝেই অদ্ভুত সব মন্তব্য করার জন্য বিখ্যাত রাহুল গান্ধী৷ তাঁর বক্তব্যকে সামনে রেখে হাজারে হাজারে মিম ও মজার ছবি পোস্ট হয় সোশ্যাল মিডিয়াতে। বিজেপিও রাহুলের বক্তব্য নিয়ে মজা করতে ছাড়ে না। তবে এবারে মজার ছলে নয়, বরং কঠিন স্বরেই দলের নীতি স্পষ্ট করলেন রাহুল৷ সোশ্যাল মিডিয়াতে দলের কর্মীদের সঙ্গে একটি লাইভে উপস্থিত ছিলেন কংগ্রেসের যুবরাজ৷ সেখানে তিনি বলেন দলের কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন।

কী বলেছেন রাহুল?

সোশ্যাল মিডিয়াতে আয়োজিত কংগ্রেসের দলীয় অনুষ্টানটিতে রাহুল বলেন, এমন অনেক সাহসী মানুষ রয়েছেন যারা এখনও কংগ্রেসে আসেননি৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করে দলে আনার ব্যবস্থা করতে হবে৷ পাশাপাশি দলে থেকেও যারা বিজেপিকে ভয় পায় তাদের জন্য দরজা খোলা রয়েছে৷ রাহুলের এই বক্তব্য খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যদিও বিজেপির তরফে এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি৷

বিজেপি ফেক নিউজ ছড়ায়!

রাহুল আরও বলেন, একজন কংগ্রেস কার্যকর্তার কখনও বিজেপির ফেক নিউজে ভয় পাওয়ার দরকার নেই৷ কারণ মেদী যখন বলেন যোনগীরাজ্যে সবচেয়ে ভালোভাবে করোনা নিয়ন্ত্রণের কাজ হয়েছে তখন মানুষ তা বিশ্বাস করে না৷ মানুষ এসব কথা শুনে হাসে৷ মাবুষ ফেক নিউজে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে৷

পঞ্জাব কংগ্রেসে বিরোধ!

রাহুল এমন এক সময় এই কথাগুলো বলছেন যখন অর্ন্তদ্বন্দে জর্জরিত পঞ্জাব বিজেপি। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং নভোজিৎ সিং সিধুর বিরোধ কংগ্রেসকে চাপে রাখছে৷ যদিও সম্প্রতি দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন সিধু। তাঁকে পঞ্জাবে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে দল। অন্যদিকে একটি তিনজনের কমিটি তৈরি হয়েছে সিধু-অমরিন্দরের বিরোধ মেটানোর জন্য।

জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
No need to stay in Congress if scared of BJP: Rahul Gandhi
Story first published: Friday, July 16, 2021, 22:09 [IST]